ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশঃ ০৩:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 42

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ পরিবহন ও নিরাপদ চলাচলের সুবিধার্থে তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৪ মে) পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল উল্লেখ করেন, “বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে ফুটপাত না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছেন। ঢাকা থেকে ক্যাম্পাসগামী বাসগুলোর জন্য নির্ধারিত কোনো স্টপেজ নেই, যার ফলে শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার সম্মুখীন হন। এ ছাড়া ক্যাম্পাসে সীমিত সংখ্যক ইলেকট্রিক কার্ট চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।”

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোতে দ্রুত ফুটপাত নির্মাণ,
২. ঢাকা থেকে জাবি ক্যাম্পাসগামী বাসগুলোর জন্য নির্ধারিত স্টপেজ নির্ধারণ,
৩. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল রুটে পর্যাপ্ত সংখ্যক ইলেকট্রিক কার্ট (ই-কার্ট) চালু করা।

স্মারকলিপির শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হোক।

জাবি প্রতিনিধি: আমির ফয়সাল

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাবিতে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

প্রকাশঃ ০৩:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ পরিবহন ও নিরাপদ চলাচলের সুবিধার্থে তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৪ মে) পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল উল্লেখ করেন, “বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে ফুটপাত না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছেন। ঢাকা থেকে ক্যাম্পাসগামী বাসগুলোর জন্য নির্ধারিত কোনো স্টপেজ নেই, যার ফলে শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার সম্মুখীন হন। এ ছাড়া ক্যাম্পাসে সীমিত সংখ্যক ইলেকট্রিক কার্ট চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।”

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোতে দ্রুত ফুটপাত নির্মাণ,
২. ঢাকা থেকে জাবি ক্যাম্পাসগামী বাসগুলোর জন্য নির্ধারিত স্টপেজ নির্ধারণ,
৩. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল রুটে পর্যাপ্ত সংখ্যক ইলেকট্রিক কার্ট (ই-কার্ট) চালু করা।

স্মারকলিপির শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হোক।

জাবি প্রতিনিধি: আমির ফয়সাল

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”