জবি উপাচার্যের সাথে নিকোলাস পোগোজের প্রপৌত্র পিটার ডেনিস পোগোজ এর সৌজন্য সাক্ষা

- প্রকাশঃ ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 23
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি -এর সাথে নিকোলাস পোগোজের প্রপৌত্র পিটার ডেনিস পোগোজ সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার (০৫ মে) এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন নিকোলাস পোগোজ ফাউন্ডেশন এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।
সৌজন্য সাক্ষাতকালে পিটার ডেনিস পোগোজ ইংরেজি, প্রযুক্তি ও খেলাধুলায় উন্নয়ন নিশ্চিত করা এবং পোগোজ স্কুল অ্যান্ড কলেজ -এর উন্নয়ন কল্পে অবদান রাখার ব্যাপারে আলোচনা করেন।
উল্লেখ্য, নিকোলাস পিটার পোগোজ বা নিকি পোগোজ ছিলেন আর্মেনি জমিদার। তিনি ১৮৪৮ সালে আরমানিটোলায় নিজ বাড়ির নিচতলায় ‘পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা’ নামে একটি স্কুল শুরু করেছিলেন। সেখান থেকে কয়েক দফা স্থান পরিবর্তন করার পর পোগোজ স্কুল পুরান ঢাকার বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়।