ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চতুর্থ সংগীত উৎসব-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 16

 

বুধবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের এই উৎসবের উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, “২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে দেশে যে মুক্ত ও সৃজনশীল পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সমৃদ্ধ দেশীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে পারব বলে আমি বিশ্বাস করি। সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতির প্রেরণার উৎস। মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই বিপ্লবে সংগীতের শক্তিই আমাদেরকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছে, ঐক্যবদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “আজ আমরা প্রত্যাশা মজুমদারকে স্মরণ করছি। এমন সম্ভাবনাময় প্রাণের অকালপ্রয়াণে আমাদের গভীরভাবে ব্যথিত করে। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় – আমাদেরকে মানবিক হতে হবে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে যেন অন্ধকার পথে পা না বাড়াই।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন প্রত্যাশাকে স্মরণ করে শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, “তোমরা কখনও স্বার্থপর হয়ো না। অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারের সদস্যদের জন্য চিরদিনের বেদনা বয়ে আনে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকে সচেষ্ট থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চতুর্থ সংগীত উৎসব-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান।

এবারের উৎসবে গুণী শিল্পী শাহীন সামাদ-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করছেন বিশিষ্ট শিল্পী খায়রুল আনাম শাকিল, লাইসা আহমদ লিসা, প্রিয়াংকা গোপ, সাগর দেওয়ান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উৎসবের প্রথম অধিবেশনে সকালে “সার্বিক স্বরূপ সমীক্ষণ: সংগীত ও সংবিৎ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ এম রেজোয়ান-এর প্রবন্ধ উপস্থাপনার ওপর আলোচনায় অংশ নেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আলী নকী।

প্রসঙ্গত, এবারের সংগীত উৎসবটি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অকালপ্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার-এর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চতুর্থ সংগীত উৎসব-২০২৫ অনুষ্ঠিত

প্রকাশঃ ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

বুধবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের এই উৎসবের উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, “২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে দেশে যে মুক্ত ও সৃজনশীল পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সমৃদ্ধ দেশীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে পারব বলে আমি বিশ্বাস করি। সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতির প্রেরণার উৎস। মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই বিপ্লবে সংগীতের শক্তিই আমাদেরকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছে, ঐক্যবদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “আজ আমরা প্রত্যাশা মজুমদারকে স্মরণ করছি। এমন সম্ভাবনাময় প্রাণের অকালপ্রয়াণে আমাদের গভীরভাবে ব্যথিত করে। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় – আমাদেরকে মানবিক হতে হবে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে যেন অন্ধকার পথে পা না বাড়াই।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন প্রত্যাশাকে স্মরণ করে শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, “তোমরা কখনও স্বার্থপর হয়ো না। অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারের সদস্যদের জন্য চিরদিনের বেদনা বয়ে আনে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকে সচেষ্ট থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চতুর্থ সংগীত উৎসব-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান।

এবারের উৎসবে গুণী শিল্পী শাহীন সামাদ-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করছেন বিশিষ্ট শিল্পী খায়রুল আনাম শাকিল, লাইসা আহমদ লিসা, প্রিয়াংকা গোপ, সাগর দেওয়ান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উৎসবের প্রথম অধিবেশনে সকালে “সার্বিক স্বরূপ সমীক্ষণ: সংগীত ও সংবিৎ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ এম রেজোয়ান-এর প্রবন্ধ উপস্থাপনার ওপর আলোচনায় অংশ নেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আলী নকী।

প্রসঙ্গত, এবারের সংগীত উৎসবটি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অকালপ্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার-এর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”