ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালেন্স শিট নয়, এবার স্মৃতির খাতা খুললো চড়ুইবাতিতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

  • প্রকাশঃ ১১:৫০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 36

১১ মে ২০২৫, টাঙ্গাইল, গ্রীষ্মের তপ্ত দুপুরেও প্রাণের উচ্ছ্বাস থেমে থাকেনি মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। আজ (১১ মে) শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হলো হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজিত প্রথম সাংস্কৃতিক মিলনমেলা চড়ুই বাতি”

এই আয়োজন শিক্ষার্থীদের জন্য ছিল শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং আত্মপ্রকাশ, বন্ধুত্ব এবং পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্ল্যাটফর্ম। ক্লাসরুম পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীরা নিজেরাই পরিকল্পনা সঞ্চালনায় তৈরি করেন এক স্মরণীয় বিকেল।

খোলা আকাশের নিচে সাজানো হয় মঞ্চ, যেখানে একে একে পরিবেশিত হয় গান, কবিতা, নাটিকা, কৌতুক অনুভূতির কথা। কেউ গেয়েছে প্রিয় গানের সুরে, কেউ আবার নিজের লেখা কবিতা শোনিয়ে ছুঁয়ে গেছে উপস্থিত সবার হৃদয়। দর্শকদের মধ্যে ছিল সহপাঠী, সিনিয়র-জুনিয়র, এমনকি কয়েকজন শিক্ষকও, যারা তরুণদের এই সৃজনশীলতায় ছিলেন অভিভূত।

অনুষ্ঠানের এক অংশগ্রহণকারী বলেন, এটা শুধুই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না এটা ছিল বন্ধুত্বের শুরু, পরিবারের মতো হয়ে ওঠার এক অনবদ্য যাত্রা।

অনুষ্ঠানে শুধু সাংস্কৃতিক পরিবেশনা নয়, ছিল আবেগঘন সংযোগের মুহূর্তও। শিক্ষার্থীরা নিজেদের বাসা থেকে আনা মায়ের হাতের রান্না, শীতল শরবত, আর নানান ঘরোয়া খাবার ভাগ করে উপভোগ করেন একসঙ্গে। এই অংশে অনেকে বলেন, খাবারের স্বাদ যতটা না জিভে, তার চেয়েও বেশি হৃদয়ে লেগে ছিল।

শুরু থেকে শেষ পর্যন্ত “চড়ুই বাতি” হয়ে ওঠে এক উজ্জ্বল স্মৃতির খাতা যেখানে লেখা রইল প্রথমবার একত্রে কিছু করার আনন্দ, স্বপ্ন গড়ার সাহস, আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা।

বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন রোদ হয়তো একদিন মিলিয়ে যাবে, কিন্তু এই দিনের স্মৃতি দীর্ঘসময় হৃদয়ে আলো ছড়াবে একটি ছোট্ট বাতির মতো, যা গ্রীষ্মের তাপে নয়, ভালোবাসায় জ্বলে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

ব্যালেন্স শিট নয়, এবার স্মৃতির খাতা খুললো চড়ুইবাতিতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

প্রকাশঃ ১১:৫০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

১১ মে ২০২৫, টাঙ্গাইল, গ্রীষ্মের তপ্ত দুপুরেও প্রাণের উচ্ছ্বাস থেমে থাকেনি মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। আজ (১১ মে) শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হলো হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজিত প্রথম সাংস্কৃতিক মিলনমেলা চড়ুই বাতি”

এই আয়োজন শিক্ষার্থীদের জন্য ছিল শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং আত্মপ্রকাশ, বন্ধুত্ব এবং পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্ল্যাটফর্ম। ক্লাসরুম পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীরা নিজেরাই পরিকল্পনা সঞ্চালনায় তৈরি করেন এক স্মরণীয় বিকেল।

খোলা আকাশের নিচে সাজানো হয় মঞ্চ, যেখানে একে একে পরিবেশিত হয় গান, কবিতা, নাটিকা, কৌতুক অনুভূতির কথা। কেউ গেয়েছে প্রিয় গানের সুরে, কেউ আবার নিজের লেখা কবিতা শোনিয়ে ছুঁয়ে গেছে উপস্থিত সবার হৃদয়। দর্শকদের মধ্যে ছিল সহপাঠী, সিনিয়র-জুনিয়র, এমনকি কয়েকজন শিক্ষকও, যারা তরুণদের এই সৃজনশীলতায় ছিলেন অভিভূত।

অনুষ্ঠানের এক অংশগ্রহণকারী বলেন, এটা শুধুই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না এটা ছিল বন্ধুত্বের শুরু, পরিবারের মতো হয়ে ওঠার এক অনবদ্য যাত্রা।

অনুষ্ঠানে শুধু সাংস্কৃতিক পরিবেশনা নয়, ছিল আবেগঘন সংযোগের মুহূর্তও। শিক্ষার্থীরা নিজেদের বাসা থেকে আনা মায়ের হাতের রান্না, শীতল শরবত, আর নানান ঘরোয়া খাবার ভাগ করে উপভোগ করেন একসঙ্গে। এই অংশে অনেকে বলেন, খাবারের স্বাদ যতটা না জিভে, তার চেয়েও বেশি হৃদয়ে লেগে ছিল।

শুরু থেকে শেষ পর্যন্ত “চড়ুই বাতি” হয়ে ওঠে এক উজ্জ্বল স্মৃতির খাতা যেখানে লেখা রইল প্রথমবার একত্রে কিছু করার আনন্দ, স্বপ্ন গড়ার সাহস, আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা।

বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন রোদ হয়তো একদিন মিলিয়ে যাবে, কিন্তু এই দিনের স্মৃতি দীর্ঘসময় হৃদয়ে আলো ছড়াবে একটি ছোট্ট বাতির মতো, যা গ্রীষ্মের তাপে নয়, ভালোবাসায় জ্বলে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা