জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ০৭ একরে দুটো অস্থায়ী আবাসনের উদ্যোগ ইউজিসির

- প্রকাশঃ ০৫:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 21
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রয় করা কেরানীগঞ্জে ৭ একর জমিতে অস্থায়ীভাবে আবাসনের উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম.এ ফয়েজ।
আজ মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে ইউজিসির চেয়ারম্যান সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফয়েজ বলেন, “বাংলাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে আমরা স্পষ্ট দেখতে পাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা চেষ্টা করছি জবির শিক্ষার্থীদের জন্য কিছু করার। এই বিশ্ববিদ্যালয়ের এত সংকট তা সমাধান করতে একটু সময় দিতে হবে আমাদের। আমরা প্রাথমিক অবস্থায় দুটো অস্থায়ী আবাসনের উদ্যোগ নিচ্ছি। একই সাথে বাজেট ও আবাসন ভাতার বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রনালয় ও প্রধান উপদেষ্টার সাথে সর্বচ্চ গুরুত্ব সহকারে আলোচনা করবো এবং সকল মন্ত্রনালয়ের সমন্বয়ে অতি দ্রুতই একটি মিটিংয় আয়োজনের চেষ্টা করবো।”
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম, পিএইচডি জানান,” ইউজিসি চেয়ারম্যান প্রাথমিক অবস্থায় আমাদের দুটো অস্থায়ী আবাসনের জন্য প্রজেক্ট বরাদ্দ দিবেন। একই সাথে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য একটা বৃত্তি প্রদান করার কথা বলেছেন। একই সাথে বাজেট ও আবাসন ভাতার বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে একটা সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়কে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করবেন বলে ইউজিসি চেয়ারম্যান বলেছেন। যদি ওই মিটিংটার আয়োজন করতে পারি তাহলে আমাদের সমস্যাগুলোর একটি সমাধানে আসবে বলে আমি আশা রাখি।”
এই সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম আলম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইস উদ্দীন, অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, ছাত্রকল্যান উপদেষ্টা অধ্যাপক ড. রিফাত হাসান, প্রক্টর অধ্যাপক ড তাজাম্মুল হক, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড নাসির আহমেদ, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, ছাত্রঅধিকারের সভাপতি একেএম রাকিব হাসান, বৈষম্যবিরোধী ছাত আন্দোলন এর আহবায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশিন নওয়ার জয়া, ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি আশিকুল ইসলাম আকাশ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।