ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, ২ হাজার টাকায় নিরীক্ষার সুযোগ

  • প্রকাশঃ ০৪:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 57

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট—‘এ’, ‘বি’ ও ‘সি’—এর ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে।

পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ফলাফল দেখতে পারছেন। পাশাপাশি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশনাও একই ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশ উপলক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি জানান, কোনো শিক্ষার্থী যদি তার প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা (স্ক্রুটিনি) আবেদন করতে পারবেন।

নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আবেদনপত্র জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের দুইদিন সময় দেওয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ৫ মে এবং সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয় ১৩ মে। প্রতিটি ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। তাদের দাবি, পরীক্ষার খাতা নির্ভুলভাবে মূল্যায়ন করেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

এবারের গুচ্ছ পদ্ধতিতে তিনটি ইউনিটে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফলাফল ও নিরীক্ষার সুযোগ শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

ভর্তি পরীক্ষার পরবর্তী ধাপ, যেমন বিষয় পছন্দ ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যও পর্যায়ক্রমে gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদক:মো. জিসান রহমান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, ২ হাজার টাকায় নিরীক্ষার সুযোগ

প্রকাশঃ ০৪:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট—‘এ’, ‘বি’ ও ‘সি’—এর ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে।

পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ফলাফল দেখতে পারছেন। পাশাপাশি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশনাও একই ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশ উপলক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি জানান, কোনো শিক্ষার্থী যদি তার প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা (স্ক্রুটিনি) আবেদন করতে পারবেন।

নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আবেদনপত্র জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের দুইদিন সময় দেওয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ৫ মে এবং সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয় ১৩ মে। প্রতিটি ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। তাদের দাবি, পরীক্ষার খাতা নির্ভুলভাবে মূল্যায়ন করেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

এবারের গুচ্ছ পদ্ধতিতে তিনটি ইউনিটে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফলাফল ও নিরীক্ষার সুযোগ শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

ভর্তি পরীক্ষার পরবর্তী ধাপ, যেমন বিষয় পছন্দ ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যও পর্যায়ক্রমে gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদক:মো. জিসান রহমান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা