ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ: ৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম

  • প্রকাশঃ ০৪:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 43

তিতুমীর কলেজ, ১৪ মে ২০২৫ — জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজ সন্ধ্যা ৭টায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তিতুমীর কলেজ মূল ফটকে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এই কর্মসূচিতে বক্তব্য দেন তিতুমীর কলেজের শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ ও আলি আহমেদ।

বক্তারা বলেন, “শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তারাই আজ শিক্ষা খাতকে সবচেয়ে অবহেলিত করে রেখেছে।”

নায়েক নূর হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ যখন যুক্তিসঙ্গত ৩ দফা দাবি নিয়ে যমুনার সামনে যান, সেই আওয়ামী ফ্যাসিবাদের পুলিশেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও লাঞ্ছনা করে।”

তিনি আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবি যেন প্রশাসন থেকে মেনে নেওয়া হয়।”

এছাড়া বক্তারা শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে সরকারকে আহ্বান জানান।

উল্লেখ্য, এই প্রতিবাদ কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ৩ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আয়োজন করা হয়।

প্রতিবেদক:হেলালুজ্জামান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ: ৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম

প্রকাশঃ ০৪:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

তিতুমীর কলেজ, ১৪ মে ২০২৫ — জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজ সন্ধ্যা ৭টায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তিতুমীর কলেজ মূল ফটকে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এই কর্মসূচিতে বক্তব্য দেন তিতুমীর কলেজের শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ ও আলি আহমেদ।

বক্তারা বলেন, “শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তারাই আজ শিক্ষা খাতকে সবচেয়ে অবহেলিত করে রেখেছে।”

নায়েক নূর হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ যখন যুক্তিসঙ্গত ৩ দফা দাবি নিয়ে যমুনার সামনে যান, সেই আওয়ামী ফ্যাসিবাদের পুলিশেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও লাঞ্ছনা করে।”

তিনি আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবি যেন প্রশাসন থেকে মেনে নেওয়া হয়।”

এছাড়া বক্তারা শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে সরকারকে আহ্বান জানান।

উল্লেখ্য, এই প্রতিবাদ কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ৩ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আয়োজন করা হয়।

প্রতিবেদক:হেলালুজ্জামান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা