বরিশাল বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বৃদ্ধিতে দৃঢ় প্রতিশ্রুত ড. তৌফিক আলম

- প্রকাশঃ ০১:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / 39
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ তৌফিক আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “সরকার আমাকে একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব দিয়েছে। আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে—যেখানে মান, মর্যাদা এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যেতে পারে।”
উপাচার্য হিসেবে প্রথমবারের মতো ক্যাম্পাসে এসে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।”
প্রথম সফরে ক্যাম্পাসে প্রবেশের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, “গাড়িতে বসে আসতে আসতে ভাবছিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সমস্যা কী, তা কীভাবে জানা যায় এবং কার কাছ থেকে জানা যায়।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের শ্রেণি-প্রতিনিধি (সিআর) এবং সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে একটি বৃহৎ পরিসরে বৈঠকের পরিকল্পনা গ্রহণ করেছেন। এই বৈঠকে প্রায় ২৫০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ড. তৌফিক আলম আরও বলেন, “যদি সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করা যায়, তবে তার সমাধান অবশ্যই সম্ভব। তবে কোনো কোনো সমস্যার সমাধানে আর্থিক বিষয় যুক্ত থাকলে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।”
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফ্যাসিবাদের কোনো দোসর এখানে আছে কিনা, তা এখনো জানি না। তবে যদি থেকে থাকে, সে বিষয়ে আমার পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ থাকবে।”
নবনিযুক্ত উপাচার্যের এই বক্তব্য শিক্ষার্থী ও শিক্ষক সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রশাসনের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।