ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক সামাজিক বিজ্ঞান সম্মেলন: ১২৬ গবেষণা প্রবন্ধে টেকসই উন্নয়নের সম্ভাবনা

  • প্রকাশঃ ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 39

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’।

“Social Science Today and Sustainable Development: Trends, Dilemmas and Opportunities” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৪ মে) শুরু হওয়া এই সম্মেলন বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রংপুর শহরের দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন খ্যাতিমান গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা। সম্মেলনের ১২টি সেশনে উপস্থাপন করা হয় মোট ১২৬টি গবেষণা প্রবন্ধ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “এই সম্মেলনে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন জটিল তত্ত্ব ও বাস্তবধর্মী ইস্যু আলোচনার মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ে নতুন জ্ঞান ও ধারণার সৃষ্টি হয়েছে। যা দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ‘গবেষণার গ্লোবাল হাব’ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যৌথ গবেষণা, প্রকাশনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম এবং নেপালের South Asia Watch on Trade, Economics and Environment (SAWTEE)-এর নির্বাহী পরিচালক ড. পরেশ খারেল।

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

এছাড়াও সমাপনী বক্তব্যে উপাচার্য জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদসহ সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন। দুই দিনব্যাপী এই সম্মেলন গবেষণাভিত্তিক শিক্ষা বিস্তারে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা।

প্রতিবেদক: রাকিবুল হাসান মুন্না

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক সামাজিক বিজ্ঞান সম্মেলন: ১২৬ গবেষণা প্রবন্ধে টেকসই উন্নয়নের সম্ভাবনা

প্রকাশঃ ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’।

“Social Science Today and Sustainable Development: Trends, Dilemmas and Opportunities” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৪ মে) শুরু হওয়া এই সম্মেলন বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রংপুর শহরের দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন খ্যাতিমান গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা। সম্মেলনের ১২টি সেশনে উপস্থাপন করা হয় মোট ১২৬টি গবেষণা প্রবন্ধ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “এই সম্মেলনে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন জটিল তত্ত্ব ও বাস্তবধর্মী ইস্যু আলোচনার মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ে নতুন জ্ঞান ও ধারণার সৃষ্টি হয়েছে। যা দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ‘গবেষণার গ্লোবাল হাব’ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যৌথ গবেষণা, প্রকাশনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম এবং নেপালের South Asia Watch on Trade, Economics and Environment (SAWTEE)-এর নির্বাহী পরিচালক ড. পরেশ খারেল।

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

এছাড়াও সমাপনী বক্তব্যে উপাচার্য জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদসহ সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন। দুই দিনব্যাপী এই সম্মেলন গবেষণাভিত্তিক শিক্ষা বিস্তারে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা।

প্রতিবেদক: রাকিবুল হাসান মুন্না

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা