জাবিতে দর্শন বিভাগের আয়োজনে শুরু হলো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

- প্রকাশঃ ০৪:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 20
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের আয়োজনে দুইদিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ‘দ্য ফিলোসোফার পডিয়াম’ শুরু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় বিভাগের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
দর্শন বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ থেকে দলীয়ভাবে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, তর্ক, কুতর্ক ও সংলাপের মধ্যে পার্থক্য অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় বিতর্কের মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব নয়, তা সংলাপের মাধ্যমে সম্ভব হতে পারে। এই আয়োজন শিক্ষার্থীদের সেই পার্থক্য অনুধাবনে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবিনা জাহান তিথি বলেন, দীর্ঘদিন পর এমন বড় পরিসরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক সদস্যসহ সবার সহযোগিতায় এটি সফলভাবে শুরু করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হিসেবে আয়োজকরা যুক্তিভিত্তিক চর্চা, যুক্তিনির্ভর আলোচনা ও মননশীলতার বিকাশের উপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রতিযোগী শিক্ষার্থী এবং ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী এ আয়োজনে বিতর্কপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন: আমির ফয়সাল