ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের দুইদিনব্যাপী ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৩:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 10

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্য কর্তৃক দুইদিন ব্যাপী ‘ট্রেনিং অন লিডারশিপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নং কক্ষে ১৫ ও ১৬ মে দুই দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। তরুণদের দক্ষ ও নেতৃত্ব গুনাবলী সম্পন্ন করে গড়ে তুলতে ‘এ প্রশিক্ষণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যে’র ২০২২-২৩ অর্থবছরের সভাপতি আশিফা ইসরাত জুঁই, সাধারণ সম্পাদক মো: আব্দুল করিম, ২৩-২৪ অর্থবছরের সভাপতি মো: মারুফ হোসেন, সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান প্রমি। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন কামরুল ইসলাম রিপন।

অতিথির বক্তব্যে আশিফা ইসরাত জুঁই বলেন, লিডারশীপ ট্রেনিং এর মাধ্যমে তারুণ্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে। তারুণ্যের সাবেক সভাপতি মো: আব্দুল করিম বলেন, লিডারশীপ ট্রেইনিং তারুণ্যের নিয়মিত প্রোগ্রামের মধ্যে অন্যতম। এই ট্রেইনিং দক্ষ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারুণ্যের সাবেক সভাপতি মারুফ হোসেন বলেন, নেতৃত্ব একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রাপ্ত সদস্যদের জন্য অতিব গুরুত্বপূর্ণ। সুশৃঙ্খল সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে, দেশ ও জাতি গঠনে মানবিক গুনাবলী সম্পন্ন নেতৃত্বদানকারী হিসেবে গড়ে উঠতে তারুণ্যের এ আয়োজন খুবই সহায়ক ভূমিকা পালন করে- যা শুধু ব্যক্তি জীবনে নয়, আর্থসামাজিক উন্নয়নেও বেশ সহায়ক।

সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, যারা ট্রেনিংপ্রাপ্ত হয়েছেন তারা ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষাগুলো শুধু সনদপত্রে সীমাবদ্ধ না রেখে বরং বাস্তব জীবনে কাজে লাগিয়ে একজন সুদক্ষ নাগরিক হয়ে উঠবেন সেই আশা রাখি।

প্রশিক্ষণ বিষয়ে সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, তারুণ্য স্বেচ্ছাসেবার পাশাপাশি ব্যাক্তি উন্নয়নেও কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালা, ও সেমিনারের আয়োজন করে থাকে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এ লিডারশীপ ট্রেনিং এর আয়োজন। যেখানে তারুণ্যের প্রতিটি সদস্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে উঠবে, যারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি তারুণ্যের এ আয়োজন প্রতিবছর অসংখ্য নেতৃত্ব গড়ে তুলে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। 

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের দুইদিনব্যাপী ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ০৩:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্য কর্তৃক দুইদিন ব্যাপী ‘ট্রেনিং অন লিডারশিপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নং কক্ষে ১৫ ও ১৬ মে দুই দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। তরুণদের দক্ষ ও নেতৃত্ব গুনাবলী সম্পন্ন করে গড়ে তুলতে ‘এ প্রশিক্ষণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যে’র ২০২২-২৩ অর্থবছরের সভাপতি আশিফা ইসরাত জুঁই, সাধারণ সম্পাদক মো: আব্দুল করিম, ২৩-২৪ অর্থবছরের সভাপতি মো: মারুফ হোসেন, সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান প্রমি। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন কামরুল ইসলাম রিপন।

অতিথির বক্তব্যে আশিফা ইসরাত জুঁই বলেন, লিডারশীপ ট্রেনিং এর মাধ্যমে তারুণ্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে। তারুণ্যের সাবেক সভাপতি মো: আব্দুল করিম বলেন, লিডারশীপ ট্রেইনিং তারুণ্যের নিয়মিত প্রোগ্রামের মধ্যে অন্যতম। এই ট্রেইনিং দক্ষ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারুণ্যের সাবেক সভাপতি মারুফ হোসেন বলেন, নেতৃত্ব একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রাপ্ত সদস্যদের জন্য অতিব গুরুত্বপূর্ণ। সুশৃঙ্খল সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে, দেশ ও জাতি গঠনে মানবিক গুনাবলী সম্পন্ন নেতৃত্বদানকারী হিসেবে গড়ে উঠতে তারুণ্যের এ আয়োজন খুবই সহায়ক ভূমিকা পালন করে- যা শুধু ব্যক্তি জীবনে নয়, আর্থসামাজিক উন্নয়নেও বেশ সহায়ক।

সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, যারা ট্রেনিংপ্রাপ্ত হয়েছেন তারা ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষাগুলো শুধু সনদপত্রে সীমাবদ্ধ না রেখে বরং বাস্তব জীবনে কাজে লাগিয়ে একজন সুদক্ষ নাগরিক হয়ে উঠবেন সেই আশা রাখি।

প্রশিক্ষণ বিষয়ে সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, তারুণ্য স্বেচ্ছাসেবার পাশাপাশি ব্যাক্তি উন্নয়নেও কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালা, ও সেমিনারের আয়োজন করে থাকে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এ লিডারশীপ ট্রেনিং এর আয়োজন। যেখানে তারুণ্যের প্রতিটি সদস্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে উঠবে, যারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি তারুণ্যের এ আয়োজন প্রতিবছর অসংখ্য নেতৃত্ব গড়ে তুলে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। 

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা