সাম্য হত্যার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

- প্রকাশঃ ০৩:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / 45
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রোববার (১৮ মে) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ আবু সাইদ চত্বর প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারীরা “পাঁচ দিন হয়ে গেল, খুনি অধরা”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “এক দফা এক দাবি ঢাবি ভিসির পদত্যাগ”, “ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন”সহ নানা স্লোগানে উত্তাল করে তোলে ক্যাম্পাস এলাকা।
সমাবেশে বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মণ্ডল বলেন, “ঢাবি ভিসির উদ্ধত আচরণ দেখে মনে হয় এ হত্যাকাণ্ডের পেছনে তাঁরও সম্পৃক্ততা থাকতে পারে। আমরা অবিলম্বে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।” তিনি আরও বলেন, “তিনজনকে নামমাত্র আসামি হিসেবে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের মূল রহস্য ও প্রকৃত জড়িতদের এখনো খুঁজে বের করা হয়নি।”
এ সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আহ্বায়ক আল আমিন বলেন, “পাঁচ দিনেও হত্যার কূলকিনারা না হওয়া প্রমাণ করে প্রশাসন একটি নির্দিষ্ট মহলের ফ্যাসিস্ট পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। সাম্য হত্যাকাণ্ডের পর অপপ্রচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। ছাত্রদল নেতাকর্মীরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাম্য হত্যার রহস্য উদঘাটনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রতিবেদন:রাকিবুল হাসান মুন্না