ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে একদিনের ব্যবধানে দুই ব্যক্তি আটক

  • প্রকাশঃ ০৪:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 20

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক দিনের ব্যবধানে ইভটিজিংয়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সূত্রে জানা যায়,আজ (১৮ মে) সকালে দুই নম্বর একাডেমিক ভবনের সামনে অনুমতি ছাড়া ছাত্রীদের ছবি তোলার সময় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে হরিণঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল (১৭ মে) সন্ধ্যায় অপরাজিতা হলের সামনে ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করার দায়ে অশোক কুমার দাশ (৫৩) নামের এক আটক করা হয়। পুলিশের সহায়তায় পরে তাকে স্থানীয় হরিণঘাটা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। “বিজয় ২৪” হলের আবাসিক ছাত্রী জাহিদা সুলতানা রিমা বলেন, এই ঘটনার পর সন্ধ্যায় ও রাতে হল থেকে বের হতে ভায় লাগছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ ও আরও সচেতনতা বৃদ্ধির করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. মো. নাজমুস সাদাত বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কিন্তু নিরাপত্তা প্রহরের সংকট থাকায় শিক্ষার্থীদের প্রয়োজনিয় পনিরাপত্তা প্রদান করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় কে সিসিটিভি মনিটরিং এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে ।”

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে একদিনের ব্যবধানে দুই ব্যক্তি আটক

প্রকাশঃ ০৪:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক দিনের ব্যবধানে ইভটিজিংয়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সূত্রে জানা যায়,আজ (১৮ মে) সকালে দুই নম্বর একাডেমিক ভবনের সামনে অনুমতি ছাড়া ছাত্রীদের ছবি তোলার সময় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে হরিণঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল (১৭ মে) সন্ধ্যায় অপরাজিতা হলের সামনে ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করার দায়ে অশোক কুমার দাশ (৫৩) নামের এক আটক করা হয়। পুলিশের সহায়তায় পরে তাকে স্থানীয় হরিণঘাটা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। “বিজয় ২৪” হলের আবাসিক ছাত্রী জাহিদা সুলতানা রিমা বলেন, এই ঘটনার পর সন্ধ্যায় ও রাতে হল থেকে বের হতে ভায় লাগছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ ও আরও সচেতনতা বৃদ্ধির করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. মো. নাজমুস সাদাত বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কিন্তু নিরাপত্তা প্রহরের সংকট থাকায় শিক্ষার্থীদের প্রয়োজনিয় পনিরাপত্তা প্রদান করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় কে সিসিটিভি মনিটরিং এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে ।”

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা