চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিস্ক্রিয়তায় ছাত্রশিবিরের ৭ দফা দাবিতে বিক্ষোভ

- প্রকাশঃ ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 39
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন,নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির চবি শাখা।
সোমবার (১৯ মে) দুপুর ১২:৩০ মিনিটে চাকসু ভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার, কাটা পাহাড় হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ৭ দফা দাবি পেশ করে তিনি বলেন, “ভিসি স্যার আমাদের অভিভাবক, কিন্তু তিনি কেন আমাদের মৌলিক দাবিগুলো সমাবর্তনে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেননি”
সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, “অনার্স পাস করতেই শিক্ষার্থীদের ৭–৮ বছর লেগে যাচ্ছে। এতে তাদের প্রোডাক্টিভিটি কীভাবে থাকবে?”
চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসাইন রনি অভিযোগ করেন, “প্রশাসন শুধু আইওয়াশ করে, শিক্ষার্থীদের ভাগ্যের উন্নয়নে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।”
৭ দফা দাবির ভিত্তিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—শতভাগ আবাসন নিশ্চিতকরণ এবং তা না হওয়া পর্যন্ত আবাসন ভাতা প্রদান, নিরাপদ ও নিয়মিত পরিবহন ব্যবস্থা, অনিয়মিত শাটল ট্রেন চালু, জরুরি চিকিৎসা সেবা, ডিজিটাল আইডি কার্ড চালু, অবৈধ নিয়োগ বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে জুলাই বিপ্লবে নির্যাতনকারীদের দ্রুত বহিষ্কার ও শাস্তির আওতায় আনা।এছাড়াও সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নানাবিধ সমস্যায় ভুগলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি গুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
প্রতিবেদক: সালাহ উদ্দিন আহমেদ