ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেক, সম্পাদক নাজিম
- প্রকাশঃ ০৯:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 66
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফুটবল খেলোয়াড়দের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইইউএফএ)-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. সাদেক হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহরিয়ার নাজিম।
রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং সদ্য বিদায়ী সভাপতি মো. জিয়ন সরকার ও সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির আরও একজন সদস্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. শাহরিয়ার দুর্জয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ মেয়াদের জন্য অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করতে হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম বলেন, “এই দায়িত্বকে আমি কেবল একটি পদ নয়, বরং একটি অঙ্গীকার হিসেবে নিচ্ছি। ফুটবলের উন্নয়নে কাজ করব এবং সব বিভাগ থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে একটি শক্তিশালী দল গড়ব। নিয়মিত অনুশীলন, আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট ও বাইরের দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন আমাদের পরিকল্পনায় রয়েছে।”
সভাপতি সাদেক হোসেন বলেন, “এই দায়িত্ব আমাকে গর্বিত করেছে। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা ও সাফল্যের দ্বার উন্মোচনে কাজ করবো। ফুটবলকে এগিয়ে নিতে চাই একসাথে।”
সদ্য বিদায়ী সভাপতি মো. জিয়ন সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন নেতৃত্বে আইইউএফএ আরও উন্নতি করবে এবং ভালো মানের ফুটবলার তৈরিতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
প্রতিবেদন: মোঃ সজিব ইসলাম



























