ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক ছাত্র হলে নতুন প্রভোস্টদের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশঃ ০৫:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 39

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক ছাত্র হলে নতুন প্রভোস্টগণ দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৯ মে) সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলে পৃথক আয়োজনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশরাফী, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. জালাল উদ্দিন, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান হলের বিদায়ী প্রভোস্ট প্রফেসর ড. শেখ এ. বি. এম. জাকির হোসেনের কাছ থেকে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব বুঝে নেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। অন্যদিকে, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আকতার হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান।

নবনিযুক্ত এই দুই প্রভোস্ট আগামী ১৫ মে ২০২৫ থেকে পরবর্তী এক বছর এই দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক ছাত্র হলে নতুন প্রভোস্টদের দায়িত্ব গ্রহণ

প্রকাশঃ ০৫:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক ছাত্র হলে নতুন প্রভোস্টগণ দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৯ মে) সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলে পৃথক আয়োজনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশরাফী, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. জালাল উদ্দিন, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান হলের বিদায়ী প্রভোস্ট প্রফেসর ড. শেখ এ. বি. এম. জাকির হোসেনের কাছ থেকে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব বুঝে নেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। অন্যদিকে, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আকতার হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান।

নবনিযুক্ত এই দুই প্রভোস্ট আগামী ১৫ মে ২০২৫ থেকে পরবর্তী এক বছর এই দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা