ছবির ফ্রেমে গণ বিশ্ববিদ্যালয়ে ‘উত্তাল জুলাই’ স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

- প্রকাশঃ ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / 1
গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে আলোকচিত্র প্রদর্শনী । ছবি: প্রজন্ম কথা
জুলাই শুধু একটি মাস নয় এটি স্মৃতি, প্রতিবাদ আর স্বপ্ন দেখার গৌরবময় উচ্চারণের মাস। সেই উত্তাল অধ্যায়কে ছবির ফ্রেমে ধরে রাখতে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন ‘ফিরে দেখা উত্তাল জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে চলে এ প্রদর্শনী। এতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)-এর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পায় ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের বাস্তব চিত্র প্রতিবাদ, সাহস আর সংগঠিত কণ্ঠের বিরল মুহূর্তগুলো।
প্রদর্শনী ঘুরে দেখে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মো. মেরাজ হোসেন বলেন, গবিতে ‘‘ফিরে দেখা উত্তাল জুলাই’’ আমাদের মনে করিয়ে দেয় এই আন্দোলনে অংশ নেওয়া সাহসী শিক্ষার্থীদের কথা। যারা কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই রাস্তায় নেমেছিল নতুন দিনের আশায়। তবে এই ঐতিহাসিক মনোবল যেন চেতনাবাজদের হাতিয়ার হয়ে না যায় এই শঙ্কা থেকেই যায়।
গবিসাস-এর সাধারণ সম্পাদক ইভা আক্তার বলেন, ফিরে দেখা উত্তাল জুলাই’’ গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গৌরবময় অধ্যায়কে স্মরণ করার সচেতন প্রয়াস। এই প্রদর্শনীর ছবি শিক্ষার্থীদের অতীত জানাবে, গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। নতুন প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়তে গবিসাস এই উদ্যোগ নিয়েছে।
প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গবিসাস-এর নিবেদিত সদস্য ও শুভানুধ্যায়ী শিক্ষার্থীরা। ছবি ঘিরে আলোচনা, সংলাপ ও স্মৃতিচারণায় মুখর ছিল আয়োজনস্থল। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় দিনটি হয়ে উঠেছিল রঙিন ও অর্থবহ।