প্রেমঘটিত বিষণ্নতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

- প্রকাশঃ ০২:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 11
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় রংপুর শহরের সর্দার পাড়ায় আপন ছাত্রী নিবাস এর চারতলার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
টুম্পা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রতশালা থানার চাপুইর গ্রামে। বাবা আব্দুল ওয়াহাবের একমাত্র মেয়ে ছিলেন তিনি। সহপাঠী ও হলসদস্যদের সাথে কথা বলে জানা যায়, আপন ছাত্রী নিবাস এর ৪০৪ নম্বর কক্ষে একাই থাকতেন টুম্পা।
প্রাথমিক তদন্তে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারণা করছে, প্রেমঘটিত বিষণ্নতা থেকেই টুম্পা আত্মহত্যার পথ বেছে নেন। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান রবিউল আজম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে প্রক্টরকে অবহিত করি এবং ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তাজহাট থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। টুম্পার সহপাঠী ও বন্ধুরা জানায়, তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং সবার সঙ্গে সহজাতভাবে মিশতেন। হঠাৎ এ মৃত্যুতে তারা শোকাহত ও বিস্মিত। রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনার তদন্ত করছে।