ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

- প্রকাশঃ ১১:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 6
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিয়ামোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘চাঁদাবাজ নো মোর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘চাঁদাবাজের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করেন।
সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে, এই দেশের জনগণ ফ্যাসিবাদ কখনো মেনে নেয় না। নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, “এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি সংগঠিত চাঁদাবাজ চক্রের নগ্ন প্রকাশ। আমরা আগেও আন্দোলনে নেমেছি, ভবিষ্যতেও নামবো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা থেমে থাকবে না।”
বক্তারা আরও বলেন, একুশ শতকের বাংলাদেশে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যার ঘটনা সভ্যতার প্রতি চরম অবমাননা। বক্তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।