ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ ও সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আদিবা রহমান । গবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 4

গণ বিশ্ববিদ্যালয় (গবি)-তে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: প্রজন্ম কথা    


সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)-তে দলীয় রাজনীতি নিষিদ্ধ ও সাম্প্রতিক হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা খুন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ স্লোগানে বাদামতলায় এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় যুবদল নেতাকর্মীদের হাতে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নৃশংস হত্যাকাণ্ডসহ সারাদেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ ও সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান।

তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গবি রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে পরিচিত হলেও সম্প্রতি দলীয় ছাত্রসংগঠনগুলোর অনুপ্রবেশ বেড়ে চলেছে, যা শিক্ষাবান্ধব পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব দলীয় ছাত্রসংগঠনের যেকোনো ধরনের কর্মকাণ্ড ক্যাম্পাসে নিষিদ্ধের দাবি জানান।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাসিম খান বলেন, “আমাদের একটাই দাবি গবির মাটিতে কোনো দলীয় রাজনীতি চলবে না। মতের ভিন্নতায় হামলা, দখল ও নির্যাতনের ইতিহাস আর দেখতে চাই না। শিক্ষার্থীরাই শিক্ষাঙ্গনকে রক্ষা করবে।”

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ রহমান আলাফ বলেন, সারা দেশে বিচারহীনতা আর অনিশ্চয়তার মধ্যে গবির মতো একটি ক্যাম্পাসেও রাজনৈতিক অনুপ্রবেশ হচ্ছে। প্রশাসনের নীরবতায় ১৬ বছরে যা হয়নি, তা এক বছরের মধ্যে হচ্ছে। আমরা ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছি—দলীয় রাজনীতি বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, গণ বিশ্ববিদ্যালয় ছিল জাফরুল্লাহ স্যারের স্বপ্নের শিক্ষাঙ্গন, রাজনীতিমুক্ত একটি প্রতীক। আমরা এই স্বপ্নের অবমাননা হতে দেব না। সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গণ বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ ও সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশঃ ০৯:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

গণ বিশ্ববিদ্যালয় (গবি)-তে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: প্রজন্ম কথা    


সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)-তে দলীয় রাজনীতি নিষিদ্ধ ও সাম্প্রতিক হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা খুন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ স্লোগানে বাদামতলায় এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় যুবদল নেতাকর্মীদের হাতে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নৃশংস হত্যাকাণ্ডসহ সারাদেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ ও সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান।

তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গবি রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে পরিচিত হলেও সম্প্রতি দলীয় ছাত্রসংগঠনগুলোর অনুপ্রবেশ বেড়ে চলেছে, যা শিক্ষাবান্ধব পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব দলীয় ছাত্রসংগঠনের যেকোনো ধরনের কর্মকাণ্ড ক্যাম্পাসে নিষিদ্ধের দাবি জানান।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাসিম খান বলেন, “আমাদের একটাই দাবি গবির মাটিতে কোনো দলীয় রাজনীতি চলবে না। মতের ভিন্নতায় হামলা, দখল ও নির্যাতনের ইতিহাস আর দেখতে চাই না। শিক্ষার্থীরাই শিক্ষাঙ্গনকে রক্ষা করবে।”

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ রহমান আলাফ বলেন, সারা দেশে বিচারহীনতা আর অনিশ্চয়তার মধ্যে গবির মতো একটি ক্যাম্পাসেও রাজনৈতিক অনুপ্রবেশ হচ্ছে। প্রশাসনের নীরবতায় ১৬ বছরে যা হয়নি, তা এক বছরের মধ্যে হচ্ছে। আমরা ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছি—দলীয় রাজনীতি বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, গণ বিশ্ববিদ্যালয় ছিল জাফরুল্লাহ স্যারের স্বপ্নের শিক্ষাঙ্গন, রাজনীতিমুক্ত একটি প্রতীক। আমরা এই স্বপ্নের অবমাননা হতে দেব না। সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”