ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাকিবুল হাসান মুন্না । ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 4

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার প্রথম দিন অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক ড. মোছাঃ সিফাত রুমানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো: হারুন-অর-রশিদ। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. শওকাত আলী বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা তার স্মৃতিকে অমর করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণির ৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামীকাল (১৬ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উপকমিটির আহ্বায়ক ড. সিফাত রুমানা জানান, প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তৃতীয় গ্রুপে, চতুর্থ থেকে অষ্টম শ্রেণি দ্বিতীয় গ্রুপে এবং নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রথম গ্রুপে প্রতিযোগিতা করছে।

আয়োজক ও সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, শহীদ আবু সাঈদের আদর্শ ও আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও দেশাত্মবোধ জাগ্রত করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ১০:০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার প্রথম দিন অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক ড. মোছাঃ সিফাত রুমানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো: হারুন-অর-রশিদ। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. শওকাত আলী বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা তার স্মৃতিকে অমর করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণির ৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামীকাল (১৬ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উপকমিটির আহ্বায়ক ড. সিফাত রুমানা জানান, প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তৃতীয় গ্রুপে, চতুর্থ থেকে অষ্টম শ্রেণি দ্বিতীয় গ্রুপে এবং নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রথম গ্রুপে প্রতিযোগিতা করছে।

আয়োজক ও সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, শহীদ আবু সাঈদের আদর্শ ও আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও দেশাত্মবোধ জাগ্রত করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”