বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

- প্রকাশঃ ০৬:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 12
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘২৪-এর অভ্যুত্থান’-এর স্মৃতি সংরক্ষণে কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হলো ‘জুলাই কর্নার’। সোমবার (২১ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্নারের উদ্বোধন করেন।
কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলায় স্থাপিত ‘জুলাই কর্নার’-এ স্থান পেয়েছে অভ্যুত্থানভিত্তিক বই, ম্যাগাজিন ও স্মৃতিচিত্র। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে—জুলাই বিপ্লব, আয়নাঘর, ২৪-এর গণঅভ্যুত্থান, লাল জুলাই, ৩৬-শে জুলাই, জুলাই গল্প প্রভৃতি।
উদ্বোধনী পর্বে উপাচার্য জুলাই আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক ঘটনার চিত্র প্রদর্শন করেন। সেখানে দেখা যায়—মিছিল, পুলিশ গুলিবর্ষণ, ভাইয়ের লাশ কাঁধে নিয়ে শিক্ষার্থীর ছুটে চলা, ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল বাহিনীর আত্মসমর্পণ, জনগণের সহমর্মিতা ইত্যাদি দৃশ্য নিয়ে তৈরি বিভিন্ন দেয়ালচিত্র।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘জুলাই কর্নার’-এ শিক্ষার্থীরা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বই, ম্যাগাজিন ও দলিলপত্রের মাধ্যমে জানতে পারবে। এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই মাসব্যাপী কর্মসূচির’ অংশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল ইসলাম (কোস্টাল স্টাডিজ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ), রাহাত হোসেন ফয়সাল (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), সঞ্জয় কুমার (বাংলা বিভাগ), লাইব্রেরিয়ান কাজী মো. জহিরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপাচার্য উদ্বোধনী বক্তব্যে বলেন, এই কর্নার থেকে শিক্ষার্থীরা জুলাই মাসের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। সবাইকে আহ্বান জানাই—এই কর্নারে এসে ইতিহাস জানো, শেকড় চিনো।