‘জুলাই গ্রাফিতি’তে অনিয়মের অভিযোগ: বরিশালে ক্যান্টনমেন্ট কলেজের অংশগ্রহণ নিয়ে বিতর্ক

- প্রকাশঃ ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 6
বরিশালে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মরণে দেয়ালচিত্র প্রতিযোগিতা’-তে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অংশগ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন কয়েকজন অংশগ্রহণকারী শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির গ্রাফিতি চিত্রায়নে শিক্ষার্থীরা নিজেরা পুরো কাজ না করে শিক্ষকদের সাহায্য নিয়েছে, যা প্রতিযোগিতার নিয়মবহির্ভূত।
অভিযোগকারীরা দাবি করেন, ক্যান্টনমেন্ট কলেজের গ্রাফিতির প্রায় ৬০ শতাংশ অংশ শিক্ষকরা নিজেরা এঁকেছেন। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বিতর্ক আরও উসকে দিয়েছে।
একজন বিচারক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আয়োজক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।
অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, “নিজেরা কঠোর পরিশ্রম করে আঁকছি, সেখানে শিক্ষক দিয়ে আঁকানো হলে তা প্রতিযোগিতার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে।”
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রতিযোগিতা নিয়ে অভিযোগ উঠেছে—এটি এখনো যাচাই-প্রমাণ হয়নি। আয়োজকদের পক্ষ থেকে তদন্ত ও সুনির্দিষ্ট বক্তব্য এখনো আসেনি।