অর্ধযুগে ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ: বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিটের মানবতার পথে পথচলা

- প্রকাশঃ ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 4
একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন এই মানবিক স্লোগানকে সামনে রেখে ছয় বছরের পথচলা সম্পন্ন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’, সরকারি বাঙলা কলেজ ইউনিট। ২০১৯ সালের ২১ জুলাই যাত্রা শুরু করা সংগঠনটি সপ্তম বর্ষে পদার্পণ করেছে।
অর্ধযুগে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে সংগ্রহ করেছে মোট ৬১৬৮ ব্যাগ রক্ত এবং ৫৭৪৯ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে শুধু সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীই নয়, বরং রাজধানীসহ সারাদেশ থেকে আসা অসংখ্য রোগী উপকৃত হয়েছেন।
রক্তদান কার্যক্রম ছাড়াও বাঁধন ইউনিট সমাজসচেতন কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু সচেতনতা, বৃক্ষরোপণ, দুর্যোগকালে ত্রাণ বিতরণসহ নানা জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইউনিটের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন,
অর্ধযুগ পূর্তির এই দিনে বাঁধনের প্রতিটি কর্মী আনন্দিত ও গর্বিত। আমরা স্মরণ করছি কলেজ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ভাষা শহিদ, মুক্তিযুদ্ধের শহিদ এবং ২৪ জুলাইয়ের বিপ্লবের শহিদদের। সেইসঙ্গে শ্রদ্ধা জানাই আমাদের কলেজের দুই শহিদকেও, যাঁরা নিজেদের রক্ত দিয়ে মানবিক আন্দোলনের প্রতীক হয়ে আছেন। ইনশাআল্লাহ, বাঁধন ইউনিট আগামীতেও মানবতার জয়গানে এগিয়ে যাবে, যদি সকলে পাশে থাকেন।
ছয় বছরপূর্তিতে বাঁধনের পক্ষ থেকে কলেজ প্রশাসন, শিক্ষক উপদেষ্টামণ্ডলী, সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে দেশের প্রতিটি মানুষকে নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হওয়ার এবং স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে যে— বাংলাদেশে আর যেন কেউ রক্তের অভাবে প্রাণ না হারায়।