ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মাননা প্রদান

আবদুল্লাহ আল শাহিদ খান । ববি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 5

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণ মাস-এর অংশ হিসেবে ঐতিহাসিক আন্দোলনে আহত শিক্ষার্থীদের সম্মাননা ও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।

স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসি জামান তনু। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।

আন্দোলনের স্মৃতিচারণ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, যাদের মধ্যে ছিলেন রসায়ন বিভাগের মো. আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসনাত আবুল আলা, আইন বিভাগের সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন ও গণিত বিভাগের ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫১ জন সাহসী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমা।

আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মাননা প্রদান

প্রকাশঃ ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণ মাস-এর অংশ হিসেবে ঐতিহাসিক আন্দোলনে আহত শিক্ষার্থীদের সম্মাননা ও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।

স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসি জামান তনু। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।

আন্দোলনের স্মৃতিচারণ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, যাদের মধ্যে ছিলেন রসায়ন বিভাগের মো. আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসনাত আবুল আলা, আইন বিভাগের সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন ও গণিত বিভাগের ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫১ জন সাহসী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমা।

আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”