জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড সমাবেশ

- প্রকাশঃ ১০:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 1
দেশের মূল্যবোধ, স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকি, জাতিসংঘ মানবাধিকার কমিশন বাতিলের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির স্মারকের সামনে এই সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা। এসময় তারা গোলামি না মুক্তি; মুক্তি মুক্তি, দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা, ওয়াশিংটন না ঢাকা; ঢাকা ঢাকা, গাজায় যখন মানুষ মরে; জাতিসংঘ কি করে? বাংলাদেশের অভ্যন্তরে; হস্তক্ষেপ চলবেনা, কমিশন না সার্বভৌমত্ব; সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব স্লোগানে প্রতিবাদ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনে কুকুর মারা গেলে সমবেদনা জানানো হয় মানুষ মারা গেলে কোনো সমবেদনা জানানো হয়না। আমাদের মনে হয়, মানুষের সমবেদনা যেখানে স্থান পায়, কুকুরের কোন স্থান পাওয়ার অধিকার নাই”
বক্তারা প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কার্যক্রমে বিদেশি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন। সমাবেশে শিক্ষার্থীরা লাল কার্ড ও নানা প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।