সোনারগাঁও ইউনিভার্সিটি ‘ল ক্লাব’-এর নেতৃত্বে আবু সালিম ও জনি

- প্রকাশঃ ০৫:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 7
সভাপতি আবু সালিম তৌহিদ এবং সাধারণ সম্পাদক কাজী আবু বক্কর জনি | ফাইল ছবি
সোনারগাঁও ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ল ক্লাব’। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ক্লাবের প্রথম নেতৃত্ব ঘোষণা করা হয়—সভাপতি হয়েছেন আবু সালিম তৌহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী আবু বক্কর জনি। এছাড়া আইন বিভাগের সব ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (CR) নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোহাম্মদ এ. মাবুদ, ডীন (কলা ও মানবিকতা অনুষদ)। প্রধান উপদেষ্টা অধ্যাপক শারমীন জাহান রুনা, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক। উপদেষ্টা হিসেবে আছেন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল (অধ্যাপক ও অতিরিক্ত প্রক্টর), মুহাম্মদ আলী (প্রভাষক ও সমন্বয়কারী, আইন বিভাগ), জয়দীপ চৌধুরী (প্রভাষক ও সহকারী সমন্বয়কারী, আইন বিভাগ), সানজিদা আক্তার (প্রভাষক ও পরীক্ষার সমন্বয়কারী, আইন বিভাগ), মো. সাগর হোসেন (প্রভাষক, আইন বিভাগ) এবং নাইমুল রাজ্জাক (প্রভাষক, আইন বিভাগ)।
আইন শিক্ষায় নতুন দিগন্ত সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘ল ক্লাব’ উদ্বোধন | ছবি: প্রজন্ম কথা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামিম আরা হাসান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “এটি হবে একটি ভবিষ্যৎমুখী ও আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও আইন বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান (সবুজ), অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, প্রফেসর মো. আল-আমিন মোল্লা এবং প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও বিভাগীয় প্রধান অধ্যাপক শারমীন জাহান রুনা। তিনি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, আইন শিক্ষায় এর অবদান এবং শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
নবনির্বাচিত সভাপতি আবু সালিম তৌহিদ বলেন, “নতুন দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। আমাদের ক্লাব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের আইন বিষয়ক কর্মশালা আয়োজন করবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি করতে পারে।”
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।