বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ ২ শিক্ষার্থী রমেকে ভর্তি

- প্রকাশঃ ০৫:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 14
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে দুজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয় এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের মাহিদুল ইসলাম মাহিদ।
শিক্ষার্থীদের দাবি, অনশনের ২৪ ঘণ্টা অতিক্রমের পর জয়ের রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়। এ সময় জয় ও মাহিদ দুজনেই অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে তাদের রমেকে ভর্তি করানো হয়।
এদিকে দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা সোমবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুততম সময়ে ছাত্র সংসদকে বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান।
গত রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা অনশনে বসেন। উপাচার্য ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের কাছে ১০ দিনের সময় চাইলেও, শিক্ষার্থীরা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।