ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আবদুল্লাহ আল শাহিদ খান । বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 17

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা–পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত দাবিগুলো না মানে, তবে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রতিষ্ঠার এক যুগ পরেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যা সমাধানে প্রশাসনের নীরব ভূমিকায় হতাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি—    ১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা।  ২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করা।  ৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, প্রতিষ্ঠার ১২ বছর পরও বিশ্ববিদ্যালয়ের কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অধিকাংশ বিভাগে একটি মাত্র শ্রেণিকক্ষ থাকায় তীব্র সংকট তৈরি হয়েছে। আবাসন ও পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। অথচ এ সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের অধিকার আদায়ে তিন দফা আন্দোলন শুরু করেছি। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ দক্ষিণবঙ্গ অচল করে দিতে বাধ্য হব।

আরেক শিক্ষার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই এ সংকটগুলোর দ্রুত সমাধান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশঃ ০৮:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা–পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত দাবিগুলো না মানে, তবে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রতিষ্ঠার এক যুগ পরেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যা সমাধানে প্রশাসনের নীরব ভূমিকায় হতাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি—    ১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা।  ২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করা।  ৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, প্রতিষ্ঠার ১২ বছর পরও বিশ্ববিদ্যালয়ের কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অধিকাংশ বিভাগে একটি মাত্র শ্রেণিকক্ষ থাকায় তীব্র সংকট তৈরি হয়েছে। আবাসন ও পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। অথচ এ সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের অধিকার আদায়ে তিন দফা আন্দোলন শুরু করেছি। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ দক্ষিণবঙ্গ অচল করে দিতে বাধ্য হব।

আরেক শিক্ষার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই এ সংকটগুলোর দ্রুত সমাধান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”