ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভ্যুত্থানের এক বছর পরও হয়নি ছাত্র সংসদ, প্রশাসনের প্রতি ক্ষোভ শিক্ষার্থীদের

ইকবাল মাহমুদ | ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ০৬:৩৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 9

নজরুল বিশ্ববিদ্যালয়

অভ্যুত্থানের এক বছর পার হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এখনো অনুষ্ঠিত হয়নি ছাত্র সংসদ নির্বাচন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অধিকার আদায় ও গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন ও রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু অভ্যুত্থানের এক বছর পার হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আমরা যুগোপযোগী একটি গঠনতন্ত্রসহ ছাত্র সংসদ চাই। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। কিন্তু এক বছরেও সংসদ না হওয়া দুঃখজনক। ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ জরুরি।

আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক মনে করেন, ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক স্বৈরাচার ও রাজনৈতিক সংগঠনের প্রভাবের মধ্যে জিম্মি হয়ে পড়ছে। তার দাবি, “অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিতে হবে।”

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, ছাত্র সংসদ শুধু সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্নের প্রতীক। প্রশাসন দ্রুত রোডম্যাপ না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সংবিধিতে ছাত্র সংসদ নিয়ে সুনির্দিষ্ট কিছু নেই। তবে সিন্ডিকেটে বিষয়টি আলোচিত হয়েছে। একটি বিশেষ কমিটি নীতিমালা প্রণয়নের কাজ করছে। তাদের রিপোর্ট পেলে কাঠামো, রোডম্যাপ ও সময়সীমা ঘোষণা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

অভ্যুত্থানের এক বছর পরও হয়নি ছাত্র সংসদ, প্রশাসনের প্রতি ক্ষোভ শিক্ষার্থীদের

প্রকাশঃ ০৬:৩৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

অভ্যুত্থানের এক বছর পার হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এখনো অনুষ্ঠিত হয়নি ছাত্র সংসদ নির্বাচন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অধিকার আদায় ও গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন ও রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু অভ্যুত্থানের এক বছর পার হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আমরা যুগোপযোগী একটি গঠনতন্ত্রসহ ছাত্র সংসদ চাই। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। কিন্তু এক বছরেও সংসদ না হওয়া দুঃখজনক। ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ জরুরি।

আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক মনে করেন, ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক স্বৈরাচার ও রাজনৈতিক সংগঠনের প্রভাবের মধ্যে জিম্মি হয়ে পড়ছে। তার দাবি, “অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিতে হবে।”

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, ছাত্র সংসদ শুধু সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্নের প্রতীক। প্রশাসন দ্রুত রোডম্যাপ না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সংবিধিতে ছাত্র সংসদ নিয়ে সুনির্দিষ্ট কিছু নেই। তবে সিন্ডিকেটে বিষয়টি আলোচিত হয়েছে। একটি বিশেষ কমিটি নীতিমালা প্রণয়নের কাজ করছে। তাদের রিপোর্ট পেলে কাঠামো, রোডম্যাপ ও সময়সীমা ঘোষণা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”