ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী শিক্ষার্থীকে ধর্ষণ হুমকি ও হেনস্থার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

মোট:জিসান রহমান । ‎মাভাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 2

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্রার্থীর বিরোধিতা করায় এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে শিবির কর্মীদের হাতে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওই অবস্থান কর্মসূচি করেছে মওলানা ভাসানী বিজ্ঞান ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল।

‎আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ১ টায় ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম আর সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু এবং সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া সও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

‎কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি এমন নোংরা হুমকি ও হেনস্তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভয়াবহ হুমকি। তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুমকিদাতাদের গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়ীদের শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

‎এসময় ছাত্রদল নেতারা আরও বলেন, নারীর মর্যাদা রক্ষায় আন্দোলন চালিয়ে যেতে হবে। শিক্ষাঙ্গনকে নিরাপদ ও গণতান্ত্রিক পরিসরে ফিরিয়ে আনতে সবাইকেই ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নারী শিক্ষার্থীকে ধর্ষণ হুমকি ও হেনস্থার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশঃ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্রার্থীর বিরোধিতা করায় এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে শিবির কর্মীদের হাতে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওই অবস্থান কর্মসূচি করেছে মওলানা ভাসানী বিজ্ঞান ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল।

‎আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ১ টায় ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম আর সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু এবং সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া সও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

‎কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি এমন নোংরা হুমকি ও হেনস্তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভয়াবহ হুমকি। তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুমকিদাতাদের গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়ীদের শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

‎এসময় ছাত্রদল নেতারা আরও বলেন, নারীর মর্যাদা রক্ষায় আন্দোলন চালিয়ে যেতে হবে। শিক্ষাঙ্গনকে নিরাপদ ও গণতান্ত্রিক পরিসরে ফিরিয়ে আনতে সবাইকেই ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”