ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 5

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলনের ৩৬তম দিনেও রাজপথে ছিলেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং আবাসন সংকট, শ্রেণিকক্ষের অভাব ও পরিবহন সমস্যার সমাধান দাবি জানান।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—  বাজেট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না,   ৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার,    মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর

শিক্ষার্থীদের তিন দফা দাবি :   ১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন।   ২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি।    ৩. পরিবহন সমস্যা সমাধান।

আন্দোলনকারী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন,  আমরা ভেবেছিলাম, বৈষম্যহীন বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় সমানভাবে সুবিধা পাবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলো অবহেলিত হচ্ছে। ১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাপ্য গুরুত্ব পায়নি। সমস্যা দ্রুত সমাধান না হলে দক্ষিণবঙ্গ ব্লকেড করতে বাধ্য হবো।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন,   বারবার আল্টিমেটাম দিয়েছি, কিন্তু সবই আশ্বাসে আটকে আছে। লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবিগুলো পূরণ না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া এবং অনির্দিষ্টকালের জন্য দক্ষিণবঙ্গ অচল করার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রকাশঃ ০৯:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলনের ৩৬তম দিনেও রাজপথে ছিলেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং আবাসন সংকট, শ্রেণিকক্ষের অভাব ও পরিবহন সমস্যার সমাধান দাবি জানান।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—  বাজেট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না,   ৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার,    মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর

শিক্ষার্থীদের তিন দফা দাবি :   ১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন।   ২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি।    ৩. পরিবহন সমস্যা সমাধান।

আন্দোলনকারী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন,  আমরা ভেবেছিলাম, বৈষম্যহীন বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় সমানভাবে সুবিধা পাবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলো অবহেলিত হচ্ছে। ১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাপ্য গুরুত্ব পায়নি। সমস্যা দ্রুত সমাধান না হলে দক্ষিণবঙ্গ ব্লকেড করতে বাধ্য হবো।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন,   বারবার আল্টিমেটাম দিয়েছি, কিন্তু সবই আশ্বাসে আটকে আছে। লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবিগুলো পূরণ না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া এবং অনির্দিষ্টকালের জন্য দক্ষিণবঙ্গ অচল করার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”