ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনদের বরণ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘যোগাযোগ পর্ব-২’ অনুষ্ঠিত

রাকিবুল হাসান মুন্না | বেরোবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 32

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে অনুষ্ঠিত আয়োজিত হয় | ছবি: প্রজন্ম কথা


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘যোগাযোগ পর্ব-২’। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াস প্রামাণিক।

উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে যে আয়োজন করেছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্ক এবং একাডেমিক পরিবেশকে সমৃদ্ধ করে তোলে।” তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং নবীনদের নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিদায়ী ব্যাচের শিক্ষার্থী মাহাফুজুর রহমান রিফাত বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে কাটানো দিনগুলো জীবনের অন্যতম সুন্দর সময়। করোনা পরিস্থিতি থেকে শুরু করে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান সব অভিজ্ঞতা আমাদের গড়েছে।”

অন্যদিকে নবীন ব্যাচের শিক্ষার্থী তমালিকা দাস বলেন, “যোগাযোগ পর্ব শুধু লেখা বা বক্তৃতা নয়, মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে সহায়তা করে। সিনিয়রদের দিকনির্দেশনা ও শিক্ষকদের সহযোগিতায় আমরা আত্মবিশ্বাসের সঙ্গে ভাবনা প্রকাশ করতে শিখছি।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য, রম্য বিতর্ক এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক ডকুমেন্টারি পরিবেশন করেন। শিক্ষার্থীরা একে প্রজন্মের বন্ধনকে দৃঢ় করার এক মহৎ উপলক্ষ হিসেবে বর্ণনা করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনদের বরণ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘যোগাযোগ পর্ব-২’ অনুষ্ঠিত

প্রকাশঃ ০২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে অনুষ্ঠিত আয়োজিত হয় | ছবি: প্রজন্ম কথা


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘যোগাযোগ পর্ব-২’। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াস প্রামাণিক।

উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে যে আয়োজন করেছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্ক এবং একাডেমিক পরিবেশকে সমৃদ্ধ করে তোলে।” তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং নবীনদের নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিদায়ী ব্যাচের শিক্ষার্থী মাহাফুজুর রহমান রিফাত বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে কাটানো দিনগুলো জীবনের অন্যতম সুন্দর সময়। করোনা পরিস্থিতি থেকে শুরু করে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান সব অভিজ্ঞতা আমাদের গড়েছে।”

অন্যদিকে নবীন ব্যাচের শিক্ষার্থী তমালিকা দাস বলেন, “যোগাযোগ পর্ব শুধু লেখা বা বক্তৃতা নয়, মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে সহায়তা করে। সিনিয়রদের দিকনির্দেশনা ও শিক্ষকদের সহযোগিতায় আমরা আত্মবিশ্বাসের সঙ্গে ভাবনা প্রকাশ করতে শিখছি।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য, রম্য বিতর্ক এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক ডকুমেন্টারি পরিবেশন করেন। শিক্ষার্থীরা একে প্রজন্মের বন্ধনকে দৃঢ় করার এক মহৎ উপলক্ষ হিসেবে বর্ণনা করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”