ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাবি আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র নতুন নেতৃত্বে দেবাঞ্জনা–অর্পিতা

আমির ফয়সাল | জাবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০১:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 40

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ ২০২৫–২৬ কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন দেবাঞ্জনা দেব এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্পিতা প্রধান | ছবি: প্রজন্ম কথা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ ২০২৫–২৬ কার্যকরী কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী দেবাঞ্জনা দেব এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী অর্পিতা প্রধান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলে নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মো. ইমরান শাহরিয়ার। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি প্রত্যাশা সরকার ও বিদায়ী সাধারণ সম্পাদক ফয়সাল রাব্বি।

ঘোষিত কার্যকরী কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সহসভাপতি: ইফফাত শারমিন নিঝুম (রসায়ন, ৫১ ব্যাচ); সহ–সাধারণ সম্পাদক: ইমতিয়াজ আহমেদ শিহাব (প্রত্নতত্ত্ব, ৫১ ব্যাচ); সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা (আইন ও বিচার, ৫২ ব্যাচ); সহ–সাংগঠনিক সম্পাদক: নাবিলা মাহমুদ (ভূগোল ও পরিবেশ, ৫২ ব্যাচ)।

অর্থ সম্পাদক: যানিব হাসান মাটিয়া (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, ৫১ ব্যাচ); সহ–অর্থ সম্পাদক: রাশেদ রেজা (বাংলা, ৫১ ব্যাচ); দপ্তর সম্পাদক: কাজী জাহানারা হেলেন (ইংরেজি, ৫১ ব্যাচ); সহ–দপ্তর সম্পাদক: ফাইমা আক্তার বর্ষা (বাংলা, ৫১ ব্যাচ)।

প্রচার ও যোগাযোগ সম্পাদক: হিমাদ্রী শেখর দেবনাথ বাধন (ইংরেজি, ৫০ ব্যাচ); সহ–প্রচার ও যোগাযোগ সম্পাদক: মো. আঙ্গুর মিয়া (আন্তর্জাতিক সম্পর্ক, ৫২ ব্যাচ)। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিলি আক্তার শ্রাবন্তী (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, ৫২ ব্যাচ); সহ–সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: নাজমুস সাকিব (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৫১ ব্যাচ)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক: শাবাব শাহরিয়ার অর্ক (নাটক ও ইংরেজি, ৪৯ ব্যাচ); সহ–তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ফজলে রাব্বি (নাটক ও নাট্যতত্ত্ব, ৫১ ব্যাচ)।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া আমিন ঐশী (আন্তর্জাতিক সম্পর্ক, ৫৩ ব্যাচ), তাফরিয়া জেরিন রাকা (প্রত্নতত্ত্ব, ৫১ ব্যাচ), সুমিত কুণ্ডু (চারুকলা, ৫৩ ব্যাচ), আঁখি আক্তার (আন্তর্জাতিক সম্পর্ক, ৫২ ব্যাচ) এবং মোহিনী তামিম (দর্শন, ৫৩ ব্যাচ)।

উপদেষ্টা মণ্ডলীতে আছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও দর্শন বিভাগের অধ্যাপক সাহিদ সুমন। ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রত্যাশা সরকার (ইংরেজি, ৪৮ ব্যাচ), ফয়সাল রাব্বি (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, ৪৮ ব্যাচ) ও ফাইজা মেহজাবিন (নগর ও অঞ্চল পরিকল্পনা, ৪৮ ব্যাচ)।

নবনির্বাচিত সভাপতি দেবাঞ্জনা দেব ও সাধারণ সম্পাদক অর্পিতা প্রধান বলেন, ‘ধ্বনি আবৃত্তি চর্চার মধ্য দিয়ে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করে আসছে। নতুন কমিটি সেই ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ থাকবে।’’

শেয়ার করুন

জাবি আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র নতুন নেতৃত্বে দেবাঞ্জনা–অর্পিতা

প্রকাশঃ ০১:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ ২০২৫–২৬ কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন দেবাঞ্জনা দেব এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্পিতা প্রধান | ছবি: প্রজন্ম কথা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ ২০২৫–২৬ কার্যকরী কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী দেবাঞ্জনা দেব এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী অর্পিতা প্রধান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলে নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মো. ইমরান শাহরিয়ার। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি প্রত্যাশা সরকার ও বিদায়ী সাধারণ সম্পাদক ফয়সাল রাব্বি।

ঘোষিত কার্যকরী কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সহসভাপতি: ইফফাত শারমিন নিঝুম (রসায়ন, ৫১ ব্যাচ); সহ–সাধারণ সম্পাদক: ইমতিয়াজ আহমেদ শিহাব (প্রত্নতত্ত্ব, ৫১ ব্যাচ); সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা (আইন ও বিচার, ৫২ ব্যাচ); সহ–সাংগঠনিক সম্পাদক: নাবিলা মাহমুদ (ভূগোল ও পরিবেশ, ৫২ ব্যাচ)।

অর্থ সম্পাদক: যানিব হাসান মাটিয়া (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, ৫১ ব্যাচ); সহ–অর্থ সম্পাদক: রাশেদ রেজা (বাংলা, ৫১ ব্যাচ); দপ্তর সম্পাদক: কাজী জাহানারা হেলেন (ইংরেজি, ৫১ ব্যাচ); সহ–দপ্তর সম্পাদক: ফাইমা আক্তার বর্ষা (বাংলা, ৫১ ব্যাচ)।

প্রচার ও যোগাযোগ সম্পাদক: হিমাদ্রী শেখর দেবনাথ বাধন (ইংরেজি, ৫০ ব্যাচ); সহ–প্রচার ও যোগাযোগ সম্পাদক: মো. আঙ্গুর মিয়া (আন্তর্জাতিক সম্পর্ক, ৫২ ব্যাচ)। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিলি আক্তার শ্রাবন্তী (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, ৫২ ব্যাচ); সহ–সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: নাজমুস সাকিব (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৫১ ব্যাচ)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক: শাবাব শাহরিয়ার অর্ক (নাটক ও ইংরেজি, ৪৯ ব্যাচ); সহ–তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ফজলে রাব্বি (নাটক ও নাট্যতত্ত্ব, ৫১ ব্যাচ)।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া আমিন ঐশী (আন্তর্জাতিক সম্পর্ক, ৫৩ ব্যাচ), তাফরিয়া জেরিন রাকা (প্রত্নতত্ত্ব, ৫১ ব্যাচ), সুমিত কুণ্ডু (চারুকলা, ৫৩ ব্যাচ), আঁখি আক্তার (আন্তর্জাতিক সম্পর্ক, ৫২ ব্যাচ) এবং মোহিনী তামিম (দর্শন, ৫৩ ব্যাচ)।

উপদেষ্টা মণ্ডলীতে আছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও দর্শন বিভাগের অধ্যাপক সাহিদ সুমন। ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রত্যাশা সরকার (ইংরেজি, ৪৮ ব্যাচ), ফয়সাল রাব্বি (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, ৪৮ ব্যাচ) ও ফাইজা মেহজাবিন (নগর ও অঞ্চল পরিকল্পনা, ৪৮ ব্যাচ)।

নবনির্বাচিত সভাপতি দেবাঞ্জনা দেব ও সাধারণ সম্পাদক অর্পিতা প্রধান বলেন, ‘ধ্বনি আবৃত্তি চর্চার মধ্য দিয়ে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করে আসছে। নতুন কমিটি সেই ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ থাকবে।’’