চিকিৎসায় প্রয়োজন ৪০ লাখ টাকা
তালহা বাঁচতে চায়— জীবন মৃত্যুর লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা

- প্রকাশঃ ১০:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 26
বিরল হৃদরোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা চিকিৎসাধীন, সিঙ্গাপুরে নিতে প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা | ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী আবু তালহা এখন জীবন-মৃত্যুর লড়াইয়ে। বয়স মাত্র বিশের কোঠায়। জীবনের ঠিক এই সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যায় শুয়ে আছে প্রাণচঞ্চল এক তরুণ।
তালহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ইংরেজি ভাষা শিক্ষা বিভাগ (Department of ESOL)-এর নবম ব্যাচের ছাত্র এবং স্যার এ. এফ. রহমান হলের আবাসিক। কয়েক সপ্তাহ আগে তাঁর বিরল এক হৃদরোগ Tachycardiomyopathy শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তালহার উন্নত চিকিৎসা সম্ভব সিঙ্গাপুরে, যার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।
তালহার সহপাঠী ও বন্ধুরা এখন তাঁর চিকিৎসার অর্থ জোগাড়ে একজোট হয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, সবার ছোট ছোট সহায়তায় হয়তো ফিরিয়ে আনা সম্ভব হাসিখুশি সেই তালহাকে।
বন্ধু রিয়াজ বলেন, তালহা সবসময় আমাদের একসঙ্গে রাখত। ওর হাসি, ওর গল্প ছাড়া ক্যাম্পাস কল্পনাই করা যায় না। এখন ওর জন্য আমরা সবাই একসাথে আছি। তালহা বাঁচতে চায়, আমরাও চাই ও ফিরুক।
তালহা ছিলেন প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু এক তরুণ। হঠাৎ করেই সিদ্ধান্ত নিতেন বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়বেন—কখনো চন্দ্রনাথ পাহাড়ে, কখনো রাতারগুল সোয়াম্প ফরেস্টে। পাহাড়, ঝিরি আর বৃষ্টিতে ভেজা পথ ছিল তাঁর সবচেয়ে প্রিয়।
আজ সেই প্রাণবন্ত তরুণ শুয়ে আছে নিস্তব্ধ হাসপাতালে, পাশে কেবল মনিটরের আলো আর হৃদস্পন্দনের রেখা।
তালহার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সম্প্রদায় সবার কাছে আহ্বান জানিয়েছে—
“তালহা বাঁচতে চায়, আসুন আমরা পাশে দাঁড়াই।”
তাঁর চিকিৎসার জন্য সহযোগিতা পাঠানো যেতে পারে নিচের মাধ্যমে:
bKash (Payment): 01935-582271 (Adarsha Library)
bKash (Personal): 01521715664 (Niaz) / 01774359454 (Readul) / 01575147563 (Riyaj)
Nagad: 01540021688 (Readul) / 01575147563 (Riyaj)
Rocket: 01976229651 (Talha)
Upay: 01521715664 (Niaz) / 01575147563 (Riyaj)
Bank Account (Islami Bank Bangladesh PLC):
Account No: 2050 240 02 03598101
Name: MD. AMIR HOSSAIN
Branch: Khilgaon Branch, Dhaka
Routing No: 125273675
তালহার বন্ধুরা বলছেন—ওর হাসি আর প্রাণশক্তিই আমাদের অনুপ্রেরণা ছিল। এখন সেই হাসিটাই ফিরিয়ে আনতে চাই। তালহা বাঁচতে চায়। একটি তরুণ প্রাণ, এক অপূর্ণ স্বপ্ন, এক বিশ্ববিদ্যালয় পরিবারের ভালোবাসা—সবকিছু এখন নির্ভর করছে আমাদের সবার একটুখানি সহায়তার ওপর। আসুন, আমরা সবাই মিলে তালহার জীবনের পাশে দাঁড়াই।