ISIF Bangladesh 2025 চ্যাম্পিয়ন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়— ইন্দোনেশিয়ায় গ্লোবাল রাউন্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব

- প্রকাশঃ ০১:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 21
ISIF Bangladesh 2025-এ চ্যাম্পিয়ন ‘SU NextGen Innovators’ দল | ছবি: প্রজন্ম কথা
গবেষণা, উদ্ভাবন ও বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী শিক্ষার্থী দল SU NextGen Innovators। সম্প্রতি অনুষ্ঠিত ISIF Bangladesh Round 2025–এ দলটি চ্যাম্পিয়ন ও ব্রোঞ্জ পদক অর্জন করে গৌরবজনকভাবে ISIF Global Round 2025–এ বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ লাভ করেছে। আগামী নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের SU-IDC Hub (Sonargaon University Innovation, Design & Collaboration Hub)–এর উদ্যোগে পরিচালিত এই দলটি প্রতিযোগিতায় উপস্থাপন করে দুটি বাস্তবভিত্তিক উদ্ভাবনী প্রকল্প—
১. “ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য পারমিয়েবল কংক্রিটভিত্তিক স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা”
২. “শহুরে এলাকায় বায়ু দূষণ মোকাবিলায় কার্যকর এয়ার পিউরিফিকেশন সিস্টেম”
প্রথম প্রকল্পে পারমিয়েবল কংক্রিট, স্মার্ট মাটি প্রস্তুতি ও পাইপবিহীন ড্রেনেজ ব্যবস্থার সমন্বয়ে এমন একটি টেকসই সমাধান প্রস্তাব করা হয়েছে, যা ঢাকার বৃষ্টিপ্রবণ এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
দ্বিতীয় প্রকল্পে বাজার, স্কুল ও ব্যস্ত নগর এলাকায় স্থাপনযোগ্য একটি এয়ার পিউরিফিকেশন ইউনিটের প্রোটোটাইপ উপস্থাপন করা হয়েছে, যা বায়ু দূষণ হ্রাসে কার্যকর সমাধান দিতে পারে।
এই সাফল্যের পেছনে রয়েছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, যিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে সার্বিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করে আসছেন। তিনি বলেন,
আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশের উদ্ভাবনী চেতনার প্রতিফলন। আমরা চাই, এই প্রজেক্টগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে দেশের নগর উন্নয়ন ও পরিবেশ রক্ষায় অবদান রাখুক।
উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে SU-IDC Hub, যা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রোটোটাইপ উন্নয়নে নিয়মিতভাবে সহায়তা করে আসছে।
ISIF Bangladesh 2025–এর এ আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০–এরও বেশি দল অংশ নেয়। এর মধ্য থেকে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের দলটি নিজেদের উদ্ভাবনী ধারণা ও বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
দলনেতা মো. জনায়েদ আহমেদ বলেন, এই অর্জন আমাদের জন্য কেবল একটি পুরস্কার নয়; এটি বাংলাদেশের বাস্তব সমস্যার সমাধানে আমাদের প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা চাই এই উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করে নগর জীবনের মানোন্নয়নে অবদান রাখতে।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের SU-IDC Hub একটি উদ্ভাবনকেন্দ্রিক গবেষণা প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা টেকসই শহর, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সামাজিক উদ্ভাবনমূলক প্রজেক্টে কাজ করে। এই প্ল্যাটফর্মের অধীনে SU NextGen Innovators দলটি ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে চলেছে।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক অর্জনে গভীর গর্ব প্রকাশ করেছে এবং সরকারি-বেসরকারি সংস্থা, শিল্পখাত ও উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন এই উদ্ভাবনগুলো বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশের টেকসই উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে।