ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আসছে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল ‘ মুক্তির তারিখ ঘোষণা করলেন আমির খান

  • প্রকাশঃ ০২:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 23

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আমির খান অবশেষে ঘোষণা দিলেন বহু প্রতীক্ষিত সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’-এর মুক্তির তারিখ। আগামী ২০ জুন ২০২৫ সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পার’ শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর তৈরি একটি আবেগঘন সিনেমা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দর্শক ও সমালোচকদের হৃদয় ছুঁয়ে যাওয়া সেই ছবির সিক্যুয়েল নিয়ে আমির খান অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রথমে ‘সিতারে জমিন পার’ সিনেমাটি ৩০ মে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও, বক্স অফিস পরিস্থিতি বিবেচনায় তারিখ পিছিয়ে আনা হয়েছে ২০ জুন। সিনেমার সম্পাদনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

আমির খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সিতারে জমিন পার’ মূলত একটি স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা। তবে এতে হাস্যরস, আবেগ এবং জীবনঘনিষ্ঠ বার্তার এক অনন্য সংমিশ্রণ থাকবে—যা বরাবরের মতো আমির খানের সিনেমার বিশেষত্ব হিসেবে বিবেচিত।

সিনেমাটির বিষয়ে এক সাক্ষাৎকারে আমির খান জানান,“ছবির চিত্রনাট্য শুনেই গল্পটা আমার ভালো লেগে যায়। তবে আমি এতে মুখ্য চরিত্রে নই, একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে থাকব।”

সিনেমার ট্রেলারেও রাখা হয়েছে চমক। ১ মে মুক্তি পাচ্ছে অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রেইড ২’, এবং ঠিক সেই সিনেমার সঙ্গেই ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার সংযুক্ত থাকবে। অর্থাৎ, ‘রেইড ২’ দেখতে যাওয়া দর্শকরা সিনেমার আগে আমির খানের নতুন সিনেমার ট্রেলার উপভোগ করতে পারবেন। সেই সময়েই সিনেমার মুক্তির তারিখ দর্শকদের জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

আসছে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল ‘ মুক্তির তারিখ ঘোষণা করলেন আমির খান

প্রকাশঃ ০২:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আমির খান অবশেষে ঘোষণা দিলেন বহু প্রতীক্ষিত সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’-এর মুক্তির তারিখ। আগামী ২০ জুন ২০২৫ সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পার’ শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর তৈরি একটি আবেগঘন সিনেমা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দর্শক ও সমালোচকদের হৃদয় ছুঁয়ে যাওয়া সেই ছবির সিক্যুয়েল নিয়ে আমির খান অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রথমে ‘সিতারে জমিন পার’ সিনেমাটি ৩০ মে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও, বক্স অফিস পরিস্থিতি বিবেচনায় তারিখ পিছিয়ে আনা হয়েছে ২০ জুন। সিনেমার সম্পাদনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

আমির খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সিতারে জমিন পার’ মূলত একটি স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা। তবে এতে হাস্যরস, আবেগ এবং জীবনঘনিষ্ঠ বার্তার এক অনন্য সংমিশ্রণ থাকবে—যা বরাবরের মতো আমির খানের সিনেমার বিশেষত্ব হিসেবে বিবেচিত।

সিনেমাটির বিষয়ে এক সাক্ষাৎকারে আমির খান জানান,“ছবির চিত্রনাট্য শুনেই গল্পটা আমার ভালো লেগে যায়। তবে আমি এতে মুখ্য চরিত্রে নই, একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে থাকব।”

সিনেমার ট্রেলারেও রাখা হয়েছে চমক। ১ মে মুক্তি পাচ্ছে অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রেইড ২’, এবং ঠিক সেই সিনেমার সঙ্গেই ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার সংযুক্ত থাকবে। অর্থাৎ, ‘রেইড ২’ দেখতে যাওয়া দর্শকরা সিনেমার আগে আমির খানের নতুন সিনেমার ট্রেলার উপভোগ করতে পারবেন। সেই সময়েই সিনেমার মুক্তির তারিখ দর্শকদের জানিয়ে দেওয়া হবে।