ইতিহাস গড়লেন শাহরুখ খান, মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা

- প্রকাশঃ ০৭:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 47
মেট গালায় এবার ইতিহাস গড়লেন বলিউডের বাদশা শাহরুখ খান। ৫৯ বছর বয়সে প্রথমবারের মতো নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত এই ফ্যাশনের রাজসভায় অংশ নিয়ে মুগ্ধতা ছড়ালেন এই কিংবদন্তি অভিনেতা। সেই সঙ্গে হলেন প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, যিনি মেট গালার গ্ল্যামারাস রেড কার্পেটে পা রাখলেন।
মধ্যরাতে যখন ভারতের আকাশ জুড়ে নিস্তব্ধতা, তখন নিউইয়র্কে রাজকীয় ঢংয়ে প্রবেশ করেন শাহরুখ। পরনে ছিল ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশায় তৈরি মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্ট। গলায় ঝুলছিল হীরায় মোড়া ‘কে’ লকেট আর একগুচ্ছ জুয়েলড চেইন। হাতে ছিল বাঘের মাথা বসানো ঝকঝকে একটি লাঠি। পুরো উপস্থিতি ছিল যেন এক রাজপুত্রের গল্প থেকে উঠে আসা চরিত্র।
মেট গালার এবারের থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। সেই থিমের ব্যতিক্রমী ও ব্যঞ্জনাপূর্ণ ব্যাখ্যা নিয়েই হাজির হয়েছিলেন শাহরুখ খান। তিনি বলেন, “এটা একটু র্যাপারদের মতো লাগতে পারে!”—এই মন্তব্যে উপস্থিতরা হেসে ওঠেন।
তবে এক নিঃশ্বাসে তিনি যোগ করেন, “ফ্যাশন দুনিয়াটা আমার খুব পরিচিত জায়গা নয়। আমি সাধারণত জিন্স আর টি-শার্ট পরতেই স্বচ্ছন্দ। নিউ ইয়র্কে এই সফরের একদিন আমি কেটেছি নিখুঁত একটি জিন্স খুঁজে বের করতে। কৈশোরে আমার প্রথম কেনা পোশাকও ছিল পাঁচ পকেটের ডেনিম।”
সত্যিকার অর্থেই কিং খান এবার গালার স্পটলাইটে ছিলেন। তাঁর স্টাইল, আত্মবিশ্বাস ও নম্রতায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত তারকা, সাংবাদিক ও অতিথিরা। তবে ইতিহাস গড়লেও তিনি তা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না। “আমি ইতিহাস নিয়ে কিছু বলতে চাই না,”—বলেন শাহরুখ, “তবে সত্যি বলতে খুব নার্ভাস লাগছিল, আবার একরকম উত্তেজনাও ছিল। সব্যসাচী আমাকে এই যাত্রার জন্য অনুপ্রাণিত করেছেন।”
শাহরুখ খানের পাশাপাশি এদিন মেট গালায় আরও কয়েকজন ভারতীয় তারকাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁরা প্রত্যেকেই নিজস্ব স্টাইলে মুগ্ধতা ছড়িয়েছেন বিশ্বমঞ্চে।
এ বছরের মেট গালা যেন হয়ে উঠেছিল ভারতীয় সংস্কৃতি ও আধুনিক ফ্যাশনের সম্মিলনস্থল, যেখানে শাহরুখ খানের উপস্থিতি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত থাকবে।