ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে “চড়ুইভাতি উৎসব” মিলনমেলায় প্রাণের উচ্ছ্বাস, বন্ধনের বার্তা

  • প্রকাশঃ ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 18

একের রক্ত, অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই মানবিক ও হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ইউনিট ও বাঁধন বিভাগীয় জোন-১ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিলনমেলা “চড়ুইভাতি-২০২৫”।

শুক্রবার (২৩ মে ২০২৫) মাভাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন বাঁধন মানবতার সেবায় যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান এমন একটি নিঃস্বার্থ কাজ, যা সম্পর্ক ও আত্মীয়তার সীমানা ছাড়িয়ে মানবতার প্রতীক হয়ে উঠেছে। আমি নিজেও লকডাউনের সময় বাঁধনের সহায়তা পেয়েছি—এ অভিজ্ঞতা আজীবন হৃদয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. আবু জুবাইর।

আয়োজনের আহ্বায়ক মো. সুজায়েত হোসেন বলেন চড়ুইভাতি শুধু বিনোদনের উৎসব নয়, এটি বাঁধনের সদস্যদের মাঝে ভালোবাসা, একতা ও সম্মানবোধ দৃঢ় করার একটি অনন্য উপলক্ষ।

বাঁধন বিভাগীয় জোন-১ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বলেন আজকের এই মিলনমেলা আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহানুভূতি এবং স্বেচ্ছাসেবার চেতনাকে আরও গভীর করেছে। মানবিক মূল্যবোধই বাঁধনের মূল ভিত্তি।

মিলনমেলায় অংশ নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, সরকারি সা’দত কলেজ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, সরকারি দেবেন্দ্র কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, বদরে আলম কলেজ এবং সরকারি গুরুদয়াল কলেজসহ মোট ৯টি ইউনিট।
এছাড়া টঙ্গী সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ এবং আশেক মাহমুদ কলেজ, জামালপুর এই তিনটি পরিবারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দিনব্যাপী উৎসবে চাচা আপন প্রাণ বাঁচা, পিলো পাসিং, বল নিক্ষেপসহ বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানজুড়ে প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ তৈরি করে।

প্রতিবেদক: মো. জিসান রহমান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

মাভাবিপ্রবিতে “চড়ুইভাতি উৎসব” মিলনমেলায় প্রাণের উচ্ছ্বাস, বন্ধনের বার্তা

প্রকাশঃ ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

একের রক্ত, অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই মানবিক ও হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ইউনিট ও বাঁধন বিভাগীয় জোন-১ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিলনমেলা “চড়ুইভাতি-২০২৫”।

শুক্রবার (২৩ মে ২০২৫) মাভাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন বাঁধন মানবতার সেবায় যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান এমন একটি নিঃস্বার্থ কাজ, যা সম্পর্ক ও আত্মীয়তার সীমানা ছাড়িয়ে মানবতার প্রতীক হয়ে উঠেছে। আমি নিজেও লকডাউনের সময় বাঁধনের সহায়তা পেয়েছি—এ অভিজ্ঞতা আজীবন হৃদয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. আবু জুবাইর।

আয়োজনের আহ্বায়ক মো. সুজায়েত হোসেন বলেন চড়ুইভাতি শুধু বিনোদনের উৎসব নয়, এটি বাঁধনের সদস্যদের মাঝে ভালোবাসা, একতা ও সম্মানবোধ দৃঢ় করার একটি অনন্য উপলক্ষ।

বাঁধন বিভাগীয় জোন-১ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বলেন আজকের এই মিলনমেলা আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহানুভূতি এবং স্বেচ্ছাসেবার চেতনাকে আরও গভীর করেছে। মানবিক মূল্যবোধই বাঁধনের মূল ভিত্তি।

মিলনমেলায় অংশ নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, সরকারি সা’দত কলেজ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, সরকারি দেবেন্দ্র কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, বদরে আলম কলেজ এবং সরকারি গুরুদয়াল কলেজসহ মোট ৯টি ইউনিট।
এছাড়া টঙ্গী সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ এবং আশেক মাহমুদ কলেজ, জামালপুর এই তিনটি পরিবারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দিনব্যাপী উৎসবে চাচা আপন প্রাণ বাঁচা, পিলো পাসিং, বল নিক্ষেপসহ বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানজুড়ে প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ তৈরি করে।

প্রতিবেদক: মো. জিসান রহমান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা