ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সালমান খানের নিরাপত্তা জোরদার, খোলা বারান্দা এবার বুলেটপ্রুফ কাচে আবৃত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 4

বলিউডের সুপারস্টার সালমান খান দীর্ঘ এক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ক্রমাগত হুমকির মধ্যে দিয়ে যাচ্ছেন। গত বছর তাঁর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে শক্তিশালী করা হয়। তবুও অভিনেতার ভেতরকার আতঙ্ক কমেনি।

এবার নিজ বাসার বান্দ্রার খোলা বারান্দাটি নিরাপত্তা ঝুঁকি কমাতে বুলেটপ্রুফ কাচ দিয়ে আবৃত করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। খোলা বারান্দায় দাঁড়িয়ে প্রিয় ভক্তদের অভিবাদন জানানোর পুরোনো সেই মুহূর্তগুলো এবার বিদায় নিতে চলেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগে তার বাসার জানালাগুলোতে বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছিল। এবার সেই স্তর বারান্দাতেও যুক্ত হয়েছে। মুম্বাই পুলিশের উদ্বেগের কারণ হলো গ্যাংস্টার বিশ্নোইয়ের হুমকির পাশাপাশি সালমানের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁর বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড। নিরাপত্তার স্বার্থে ৪০ সদস্যের বিশেষ নিরাপত্তা টিমও যুক্ত হয়েছে তার প্রহরায়। গত বছর তিনি বুলেটপ্রুফ গাড়িও কিনেছিলেন।

তবে সালমান খান এই কাচ বসানোর পিছনে এক ভিন্ন কারণও উল্লেখ করেছেন। তিনি জানান, বাসার উচ্চতা কম হওয়ায় অনেকে বাইরের পাইপ দিয়ে উঠে বারান্দায় অনুপ্রবেশ করে। এমনকি অচেনা কেউ কেউ বারান্দায় রাত কাটাতেও দেখা গেছে। তাই বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে কাচ বসানো হয়েছে।

সুতরাং এটা স্পষ্ট নয় যে এই নিরাপত্তা ব্যবস্থা শুধু হুমকি থেকে সুরক্ষা নিতে নেওয়া হয়েছে, নাকি ভক্ত ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেও এই ব্যবস্থা। যাই হোক, এই সিদ্ধান্তের ফলে আর খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সৌভাগ্য ভোগ করতে পারবেন না সালমান খান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সালমান খানের নিরাপত্তা জোরদার, খোলা বারান্দা এবার বুলেটপ্রুফ কাচে আবৃত

প্রকাশঃ ১১:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বলিউডের সুপারস্টার সালমান খান দীর্ঘ এক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ক্রমাগত হুমকির মধ্যে দিয়ে যাচ্ছেন। গত বছর তাঁর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে শক্তিশালী করা হয়। তবুও অভিনেতার ভেতরকার আতঙ্ক কমেনি।

এবার নিজ বাসার বান্দ্রার খোলা বারান্দাটি নিরাপত্তা ঝুঁকি কমাতে বুলেটপ্রুফ কাচ দিয়ে আবৃত করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। খোলা বারান্দায় দাঁড়িয়ে প্রিয় ভক্তদের অভিবাদন জানানোর পুরোনো সেই মুহূর্তগুলো এবার বিদায় নিতে চলেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগে তার বাসার জানালাগুলোতে বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছিল। এবার সেই স্তর বারান্দাতেও যুক্ত হয়েছে। মুম্বাই পুলিশের উদ্বেগের কারণ হলো গ্যাংস্টার বিশ্নোইয়ের হুমকির পাশাপাশি সালমানের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁর বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড। নিরাপত্তার স্বার্থে ৪০ সদস্যের বিশেষ নিরাপত্তা টিমও যুক্ত হয়েছে তার প্রহরায়। গত বছর তিনি বুলেটপ্রুফ গাড়িও কিনেছিলেন।

তবে সালমান খান এই কাচ বসানোর পিছনে এক ভিন্ন কারণও উল্লেখ করেছেন। তিনি জানান, বাসার উচ্চতা কম হওয়ায় অনেকে বাইরের পাইপ দিয়ে উঠে বারান্দায় অনুপ্রবেশ করে। এমনকি অচেনা কেউ কেউ বারান্দায় রাত কাটাতেও দেখা গেছে। তাই বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে কাচ বসানো হয়েছে।

সুতরাং এটা স্পষ্ট নয় যে এই নিরাপত্তা ব্যবস্থা শুধু হুমকি থেকে সুরক্ষা নিতে নেওয়া হয়েছে, নাকি ভক্ত ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেও এই ব্যবস্থা। যাই হোক, এই সিদ্ধান্তের ফলে আর খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সৌভাগ্য ভোগ করতে পারবেন না সালমান খান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”