ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নায়ক জসীমের ছেলে রাতুলের অকাল মৃত্যু, সংগীতজগতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 6

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জসীমের ছেলে এবং জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট এ কে রাতুল শেষ নিঃশ্বাস ফেলেছেন না-ফেরার দেশে। সোমবার (২৮ জুলাই) সকালে বনানী কবরস্থানে বাবার কবরেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় উত্তরার একটি জিমে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন এ কে রাতুল। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আত্মীয়-স্বজন, সহশিল্পী ও গুণগ্রাহীরা।

এ কে রাতুল ছিলেন ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ মুক্তি পায়। এরপর ২০১৭ সালের অ্যালবাম ‘টু’ প্রকাশের মাধ্যমে ব্যান্ডটি সংগীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। রক সংগীতপ্রেমীদের কাছে রাতুল পরিচিত ছিলেন একজন প্রতিশ্রুতিশীল গায়ক ও প্রযোজক হিসেবে।

তিনি শুধু নিজের ব্যান্ডেই সীমাবদ্ধ ছিলেন না—অর্থহীনের প্রজেক্ট ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর সাউন্ড প্রোডাকশনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রাতুলের অপর দুই ভাইও সংগীতের সঙ্গে জড়িত। তাদের একজন এ কে সামী, যিনি ড্রামার হিসেবে কাজ করছেন।

রাতুলের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের ব্যান্ড সংগীত অঙ্গনে। ভক্ত, সহকর্মী ও সংগীতবোদ্ধারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নায়ক জসীমের ছেলে রাতুলের অকাল মৃত্যু, সংগীতজগতে শোকের ছায়া

প্রকাশঃ ০২:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জসীমের ছেলে এবং জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট এ কে রাতুল শেষ নিঃশ্বাস ফেলেছেন না-ফেরার দেশে। সোমবার (২৮ জুলাই) সকালে বনানী কবরস্থানে বাবার কবরেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় উত্তরার একটি জিমে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন এ কে রাতুল। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আত্মীয়-স্বজন, সহশিল্পী ও গুণগ্রাহীরা।

এ কে রাতুল ছিলেন ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ মুক্তি পায়। এরপর ২০১৭ সালের অ্যালবাম ‘টু’ প্রকাশের মাধ্যমে ব্যান্ডটি সংগীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। রক সংগীতপ্রেমীদের কাছে রাতুল পরিচিত ছিলেন একজন প্রতিশ্রুতিশীল গায়ক ও প্রযোজক হিসেবে।

তিনি শুধু নিজের ব্যান্ডেই সীমাবদ্ধ ছিলেন না—অর্থহীনের প্রজেক্ট ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর সাউন্ড প্রোডাকশনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রাতুলের অপর দুই ভাইও সংগীতের সঙ্গে জড়িত। তাদের একজন এ কে সামী, যিনি ড্রামার হিসেবে কাজ করছেন।

রাতুলের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের ব্যান্ড সংগীত অঙ্গনে। ভক্ত, সহকর্মী ও সংগীতবোদ্ধারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”