শুভশ্রীর সঙ্গে মঞ্চে ওঠা ছিল সম্পূর্ণ ‘স্ক্রিপ্টেড’: দেব

- প্রকাশঃ ০৪:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 31
মঞ্চে দেব ও শুভশ্রী | ছবি: সংগৃহীত
টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী দীর্ঘ ১০ বছর পর আবারও এক মঞ্চে হাজির হয়ে ভক্তদের উচ্ছ্বাসে ভরিয়ে দেন। সম্প্রতি নজরুল মঞ্চে তাদের নতুন ছবি ‘ধুমকেতু’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দুই তারকার উপস্থিতি ঘিরে ঘটে নানা চমকপ্রদ মুহূর্ত। একে অপরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করা থেকে শুরু করে বন্ধুত্বের সংলাপ সবকিছুই দর্শকদের মনে করিয়ে দিয়েছিল অতীতের সেই জুটি ম্যাজিক।
তবে পুরো ঘটনাই ছিল সাজানো বা ‘স্ক্রিপ্টেড’। ‘ধুমকেতু’ মুক্তির পর এক সাক্ষাৎকারে নিজেই বিষয়টি জানিয়েছেন অভিনেতা দেব। তিনি বলেন, মঞ্চে সেদিন উপস্থাপক যে প্রশ্নগুলো করেছিলেন, সেগুলো আসলে আমি আর শুভশ্রীই তৈরি করেছিলাম। কেন জানেন? সিনেমার জন্য। দর্শকদের জন্য। যারা দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখতে এত বছর অপেক্ষা করেছেন, তাদের জন্যই এই আয়োজন।
অনুষ্ঠানে শুভশ্রীর সঙ্গে খুনসুটি নিয়ে দেব আরও বলেন, অনেকটা সময় আমরা আলাদা পথে হেঁটেছি। তবে আমাদের একসঙ্গে অনেক ভালো স্মৃতি রয়েছে। সেগুলোই ভাগ করে নিতে চেয়েছি। উদ্দেশ্য ছিল নেতিবাচকতা দূর করা, যাতে ভক্তরা বুঝতে পারেন এভাবেও ফেরা যায়।
তিনি আরও যোগ করেন, ‘খাদান-সন্তান’ কিংবা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো না করা এসব প্রশ্ন এতদিন ধরে ভক্তরা জানতে চাইছিলেন। তাই আমরা সেদিন সবকিছু পরিষ্কার করে দিয়েছি। চাইছিলাম ভুল বোঝাবুঝি দূর হোক এবং দর্শকরা ইতিবাচক বার্তা পান।
দীর্ঘ এক যুগ পর মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে দেব-শুভশ্রী যে উষ্ণ মুহূর্ত তৈরি করেছেন, তা যে কেবল সিনেমার প্রচারণা নয় বরং দর্শকের আবেগকেও স্পর্শ করেছে, সেটি স্পষ্ট করে দিলেন নায়ক নিজেই।