ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্ক পেরিয়ে নতুন অধ্যায়: দুই কোটি টাকার চুক্তিতে করছেন রিপন মিয়া

নিজস্ব প্রতিবেদক (নেত্রকোণা)
  • প্রকাশঃ ০১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 18

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া | ছবি: প্রজন্ম কথা 


‘মূল বিষয় হলো আমাদের নেত্রকোণার মানুষগুলো ভালো না। একজনের ভালো আরেকজন দেখতে পারে না। এটা আমার থেকে আপনি ভালো জানেন যে, একজন উপরে উঠলে আরেকজন টেনে নিচে নামিয়ে ফেলে। এলাকার মানুষ যে কেমন ভালো, সেটা এলাকায় থাকলে বোঝা যায়। ক্ষেতের সাথে ক্ষেত থাকলে অনেক কিছু বোঝা যায়।’

সাম্প্রতিক বিতর্ক ও সমালোচনার পর আবারও আলোচনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেত্রকোণার এই তরুণ এবার যুক্ত হচ্ছেন দুই কোটি টাকার একটি নতুন চুক্তিতে অন্য প্রতিষ্ঠানের হয়ে কনটেন্ট তৈরির কাজে। প্রজন্ম কথার সঙ্গে একান্ত আলাপে তিনি জানান, “মূল বিষয় হলো আমাদের এলাকার মানুষ ভালো না। একজন ভালো হলে আরেকজন সেটা সহ্য করতে পারে না।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিপন মিয়া একটি পোস্ট দেন। সেখানে তিনি প্রাণনাশের হুমকি ও পরিবারের সদস্যদের হেনস্তার অভিযোগ করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে প্রজন্ম কথার প্রতিবেদক তার নিজ বাড়ি নেত্রকোণার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে গেলে রিপন মিয়া বলেন,

ভাইরাল হওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়। কেউ আমার ভালো দেখতে পারে না। সরাসরি বলতে গেলে, একজন আমাকে দুই কোটি টাকার অফার দেয় অন্যের হয়ে কনটেন্ট বানানোর জন্য। আমি প্রথমে রাজি হইনি, তারপর থেকেই নানা ঝামেলা শুরু হয় হুমকি, অপবাদ, সাংবাদিকদের অতিরিক্ত আগ্রহ সবকিছু।

রিপন মিয়া | ছবি: প্রজন্ম কথা 


‘এক বছরের জন্য চুক্তি করছি

চুক্তি বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে রিপন মিয়া বলেন, এখন আমি রাজি হয়েছি। তারা দুই কোটি টাকা ক্যাশ দেবে, স্ট্যাম্পে চুক্তি হবে এক বছরের জন্য। তবে শর্ত আছে অসামাজিক বা নেতিবাচক কিছু আমাকে দিয়ে করানো যাবে না।

তিনি আরও বলেন, আমি ঝগড়া করার মানুষ না। আজকে মরলে কাল দুই দিন। আমি কাউকে অসম্মান করতে চাই না। আমি কনটেন্ট বানাই আজ আছে, কাল নাই! তাই শান্তি চাই।

সাম্প্রতিক টেলিভিশন প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিপন বলেন, আমি বাড়িতে ছিলাম না। কিছু সাংবাদিক অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে ভিডিও করেছে, নারী সদস্যদের বিব্রত করেছে। আমি টেলিভিশনের নাম উল্লেখ করিনি, কারণ আমি ঝগড়া চাই না।

নিজের করা ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করলে রিপন জানান, আমি লেখাপড়া জানি না। ‘ক’ লিখতে কলম ভেঙে ফেলি। তাহলে আমি এত বড় পোস্ট কীভাবে লিখব? বোঝেন না?

নেত্রকোণার কাঠমিস্ত্রি রিপন মিয়া প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। তাঁর জনপ্রিয় সংলাপ ‘হাই, আই অ্যাম রিপন ভিডিও’, ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে এনে দেয় বিপুল পরিচিতি। বর্তমানে তাঁর ফেসবুক পেজের অনুসারী প্রায় ১৯ লাখ। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা, এমনকি নাটকেও দেখা গেছে তাঁকে।

বিতর্ক, সমালোচনা আর আলোচনার পর এবার তিনি যাচ্ছেন নতুন অধ্যায়ে। তাঁর ভাষায়, কিছু কথা সরাসরি বলা যায় না, বুঝে নিতে হয়। কিছু জিনিস দেখেও চেখকে বলব দেখো না, কানকে বলব শুনো না। এটাই বাস্তবতা।

সম্পাদকীয়:
রিপন মিয়ার দেওয়া বক্তব্য যাচাই করতে চুক্তি–সম্পর্কিত নথিপত্রের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা দেখাতে রাজি হননি। তবে তিনি নিশ্চিত করেছেন, লিখিত চুক্তি সম্পন্ন হলে সেটি গণমাধ্যমে প্রকাশ করবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিতর্ক পেরিয়ে নতুন অধ্যায়: দুই কোটি টাকার চুক্তিতে করছেন রিপন মিয়া

প্রকাশঃ ০১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া | ছবি: প্রজন্ম কথা 


‘মূল বিষয় হলো আমাদের নেত্রকোণার মানুষগুলো ভালো না। একজনের ভালো আরেকজন দেখতে পারে না। এটা আমার থেকে আপনি ভালো জানেন যে, একজন উপরে উঠলে আরেকজন টেনে নিচে নামিয়ে ফেলে। এলাকার মানুষ যে কেমন ভালো, সেটা এলাকায় থাকলে বোঝা যায়। ক্ষেতের সাথে ক্ষেত থাকলে অনেক কিছু বোঝা যায়।’

সাম্প্রতিক বিতর্ক ও সমালোচনার পর আবারও আলোচনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেত্রকোণার এই তরুণ এবার যুক্ত হচ্ছেন দুই কোটি টাকার একটি নতুন চুক্তিতে অন্য প্রতিষ্ঠানের হয়ে কনটেন্ট তৈরির কাজে। প্রজন্ম কথার সঙ্গে একান্ত আলাপে তিনি জানান, “মূল বিষয় হলো আমাদের এলাকার মানুষ ভালো না। একজন ভালো হলে আরেকজন সেটা সহ্য করতে পারে না।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিপন মিয়া একটি পোস্ট দেন। সেখানে তিনি প্রাণনাশের হুমকি ও পরিবারের সদস্যদের হেনস্তার অভিযোগ করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে প্রজন্ম কথার প্রতিবেদক তার নিজ বাড়ি নেত্রকোণার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে গেলে রিপন মিয়া বলেন,

ভাইরাল হওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়। কেউ আমার ভালো দেখতে পারে না। সরাসরি বলতে গেলে, একজন আমাকে দুই কোটি টাকার অফার দেয় অন্যের হয়ে কনটেন্ট বানানোর জন্য। আমি প্রথমে রাজি হইনি, তারপর থেকেই নানা ঝামেলা শুরু হয় হুমকি, অপবাদ, সাংবাদিকদের অতিরিক্ত আগ্রহ সবকিছু।

রিপন মিয়া | ছবি: প্রজন্ম কথা 


‘এক বছরের জন্য চুক্তি করছি

চুক্তি বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে রিপন মিয়া বলেন, এখন আমি রাজি হয়েছি। তারা দুই কোটি টাকা ক্যাশ দেবে, স্ট্যাম্পে চুক্তি হবে এক বছরের জন্য। তবে শর্ত আছে অসামাজিক বা নেতিবাচক কিছু আমাকে দিয়ে করানো যাবে না।

তিনি আরও বলেন, আমি ঝগড়া করার মানুষ না। আজকে মরলে কাল দুই দিন। আমি কাউকে অসম্মান করতে চাই না। আমি কনটেন্ট বানাই আজ আছে, কাল নাই! তাই শান্তি চাই।

সাম্প্রতিক টেলিভিশন প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিপন বলেন, আমি বাড়িতে ছিলাম না। কিছু সাংবাদিক অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে ভিডিও করেছে, নারী সদস্যদের বিব্রত করেছে। আমি টেলিভিশনের নাম উল্লেখ করিনি, কারণ আমি ঝগড়া চাই না।

নিজের করা ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করলে রিপন জানান, আমি লেখাপড়া জানি না। ‘ক’ লিখতে কলম ভেঙে ফেলি। তাহলে আমি এত বড় পোস্ট কীভাবে লিখব? বোঝেন না?

নেত্রকোণার কাঠমিস্ত্রি রিপন মিয়া প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। তাঁর জনপ্রিয় সংলাপ ‘হাই, আই অ্যাম রিপন ভিডিও’, ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে এনে দেয় বিপুল পরিচিতি। বর্তমানে তাঁর ফেসবুক পেজের অনুসারী প্রায় ১৯ লাখ। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা, এমনকি নাটকেও দেখা গেছে তাঁকে।

বিতর্ক, সমালোচনা আর আলোচনার পর এবার তিনি যাচ্ছেন নতুন অধ্যায়ে। তাঁর ভাষায়, কিছু কথা সরাসরি বলা যায় না, বুঝে নিতে হয়। কিছু জিনিস দেখেও চেখকে বলব দেখো না, কানকে বলব শুনো না। এটাই বাস্তবতা।

সম্পাদকীয়:
রিপন মিয়ার দেওয়া বক্তব্য যাচাই করতে চুক্তি–সম্পর্কিত নথিপত্রের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা দেখাতে রাজি হননি। তবে তিনি নিশ্চিত করেছেন, লিখিত চুক্তি সম্পন্ন হলে সেটি গণমাধ্যমে প্রকাশ করবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”