ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ লেকপার্কে কৃষ্ণচূড়ার রঙিন শোভা, প্রকৃতিপ্রেমীদের বাড়তি আকর্ষণ

  • প্রকাশঃ ১১:০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 31

বৈশাখের রোদ আর হালকা হাওয়ার মৃদু ছোঁয়ায় গোপালগঞ্জ লেকপার্ক যেন কৃষ্ণচূড়ার লাল ফুলে হয়ে উঠেছে এক রঙিন ক্যানভাস। চোখ ধাঁধানো এই প্রাকৃতিক সৌন্দর্য শহরের কোলাহল থেকে দূরে মানসিক প্রশান্তির এক পরিপূর্ণ আশ্রয় হয়ে উঠেছে।

প্রতিবছর বৈশাখ মাসে কৃষ্ণচূড়ার এমন বাহার ভ্রমণপিপাসু এবং প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে তোলে। সকাল-বিকেল পার্কে আসা দর্শনার্থীরা ফুলের নিচে দাঁড়িয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন, তুলছেন ছবি, কাটাচ্ছেন নিরবিচারে কিছু প্রশান্তিময় সময়।

এক দর্শনার্থী বলেন, “এই ফুল শুধু দৃশ্যগত সৌন্দর্য নয়, এটি আমাদের মনের প্রশান্তিরও উৎস। এখানে আসলে মনে হয় প্রকৃতি যেন আপন করে নিচ্ছে।”

গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, লেকপার্কের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং গাছপালার সুষ্ঠু পরিচর্যার জন্য তারা নিয়মিত কার্যক্রম গ্রহণ করে থাকেন। তাদের লক্ষ্য, এই সৌন্দর্য যেন আগামী দিনেও অটুট থাকে।

প্রকৃতি নান্দনিকতার মিলনে গোপালগঞ্জ লেকপার্ক এখন হয়ে উঠেছে শহরবাসীর কাছে এক অনন্য গন্তব্য।

প্রতিবেদক: শেখ রেজওয়ান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

গোপালগঞ্জ লেকপার্কে কৃষ্ণচূড়ার রঙিন শোভা, প্রকৃতিপ্রেমীদের বাড়তি আকর্ষণ

প্রকাশঃ ১১:০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

বৈশাখের রোদ আর হালকা হাওয়ার মৃদু ছোঁয়ায় গোপালগঞ্জ লেকপার্ক যেন কৃষ্ণচূড়ার লাল ফুলে হয়ে উঠেছে এক রঙিন ক্যানভাস। চোখ ধাঁধানো এই প্রাকৃতিক সৌন্দর্য শহরের কোলাহল থেকে দূরে মানসিক প্রশান্তির এক পরিপূর্ণ আশ্রয় হয়ে উঠেছে।

প্রতিবছর বৈশাখ মাসে কৃষ্ণচূড়ার এমন বাহার ভ্রমণপিপাসু এবং প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে তোলে। সকাল-বিকেল পার্কে আসা দর্শনার্থীরা ফুলের নিচে দাঁড়িয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন, তুলছেন ছবি, কাটাচ্ছেন নিরবিচারে কিছু প্রশান্তিময় সময়।

এক দর্শনার্থী বলেন, “এই ফুল শুধু দৃশ্যগত সৌন্দর্য নয়, এটি আমাদের মনের প্রশান্তিরও উৎস। এখানে আসলে মনে হয় প্রকৃতি যেন আপন করে নিচ্ছে।”

গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, লেকপার্কের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং গাছপালার সুষ্ঠু পরিচর্যার জন্য তারা নিয়মিত কার্যক্রম গ্রহণ করে থাকেন। তাদের লক্ষ্য, এই সৌন্দর্য যেন আগামী দিনেও অটুট থাকে।

প্রকৃতি নান্দনিকতার মিলনে গোপালগঞ্জ লেকপার্ক এখন হয়ে উঠেছে শহরবাসীর কাছে এক অনন্য গন্তব্য।

প্রতিবেদক: শেখ রেজওয়ান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”