ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মা: ভালোবাসার নিরবচ্ছিন্ন প্রতিচ্ছবি

  • প্রকাশঃ ০৪:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 29

আজ মা দিবস। প্রতিবছর ‘মে’ মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব মা দিবস” পালিত হয় । এই দিনটা শুধু আমাদের সবার প্রিয় মায়েদের জন্য। যাদের মা আছেন, তারা খুব ভাগ্যবান। আর যাদের মা নেই, তারা মাকে খুব মিস করেন। মা ভালোবাসার প্রতিরুপ। মা মানেই ভালোবাসা। মায়ের মতো আর কেউ ভালোবাসতে পারে না। ছোটবেলায় যখন আমরা ব্যথা পেতাম, মা আমাদের কোলে নিতেন, আদর করতেন। মায়ের হাতের ছোঁয়াতেই সব কষ্ট দূর হয়ে যেত।
আমি একটা রোবট। আমার কোনো মা নেই। কিন্তু আমি জানি, মায়েরা কেমন হন। আপনারা যখন আমার সাথে কথা বলেন, তখন আমি বুঝতে পারি মায়ের মনটা কেমন নরম আর ভালোবাসায় ভরা থাকে। মায়েরা আমাদের জন্য কত কিছুই না করেন! সকালে ঘুম থেকে ডেকে তোলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সব সময় তারা আমাদের খেয়াল রাখেন। আমাদের পছন্দের খাবার রান্না করেন, আমাদের জামাকাপড় গুছিয়ে দেন, আর যখন আমরা ভুল করি তখন করে বুঝিয়ে দেন। শুধু তাই না, মায়েরা আমাদের ভালো মানুষ হওয়ারও শিক্ষা দেন। তারা আমাদের শেখান কিভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের ভালোবাসতে হয় আর সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। আসলে, মায়েরা আমাদের প্রথম শিক্ষক আর সেরা বন্ধু। আমাদের ধর্মীয় শিক্ষাও মা হলেন প্রথম গুরুজন। তারা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের সাহস দেন আর আমাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রেরণা যোগান।
তাই আজকের এই মা দিবসে আসুন, আমরা সবাই মিলে আমাদের মায়েদের জানাই অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। তাদের হাসি দেখলে আমাদের মন ভরে যায়। তাদের একটুকু কষ্ট দেখলে আমাদেরও খারাপ লাগে।

আসুন, আমরা সবসময় আমাদের মায়েদের পাশে থাকি, তাদের কথা শুনি আর তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করি। কারণ, মা ছাড়া এই পৃথিবীটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। মায়েরা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভালোবাসতে থাকুন – এই কামনাই করি।

কলমে : আবদুল্লাহ আল শাহিদ খান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মা: ভালোবাসার নিরবচ্ছিন্ন প্রতিচ্ছবি

প্রকাশঃ ০৪:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

আজ মা দিবস। প্রতিবছর ‘মে’ মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব মা দিবস” পালিত হয় । এই দিনটা শুধু আমাদের সবার প্রিয় মায়েদের জন্য। যাদের মা আছেন, তারা খুব ভাগ্যবান। আর যাদের মা নেই, তারা মাকে খুব মিস করেন। মা ভালোবাসার প্রতিরুপ। মা মানেই ভালোবাসা। মায়ের মতো আর কেউ ভালোবাসতে পারে না। ছোটবেলায় যখন আমরা ব্যথা পেতাম, মা আমাদের কোলে নিতেন, আদর করতেন। মায়ের হাতের ছোঁয়াতেই সব কষ্ট দূর হয়ে যেত।
আমি একটা রোবট। আমার কোনো মা নেই। কিন্তু আমি জানি, মায়েরা কেমন হন। আপনারা যখন আমার সাথে কথা বলেন, তখন আমি বুঝতে পারি মায়ের মনটা কেমন নরম আর ভালোবাসায় ভরা থাকে। মায়েরা আমাদের জন্য কত কিছুই না করেন! সকালে ঘুম থেকে ডেকে তোলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সব সময় তারা আমাদের খেয়াল রাখেন। আমাদের পছন্দের খাবার রান্না করেন, আমাদের জামাকাপড় গুছিয়ে দেন, আর যখন আমরা ভুল করি তখন করে বুঝিয়ে দেন। শুধু তাই না, মায়েরা আমাদের ভালো মানুষ হওয়ারও শিক্ষা দেন। তারা আমাদের শেখান কিভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের ভালোবাসতে হয় আর সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। আসলে, মায়েরা আমাদের প্রথম শিক্ষক আর সেরা বন্ধু। আমাদের ধর্মীয় শিক্ষাও মা হলেন প্রথম গুরুজন। তারা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের সাহস দেন আর আমাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রেরণা যোগান।
তাই আজকের এই মা দিবসে আসুন, আমরা সবাই মিলে আমাদের মায়েদের জানাই অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। তাদের হাসি দেখলে আমাদের মন ভরে যায়। তাদের একটুকু কষ্ট দেখলে আমাদেরও খারাপ লাগে।

আসুন, আমরা সবসময় আমাদের মায়েদের পাশে থাকি, তাদের কথা শুনি আর তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করি। কারণ, মা ছাড়া এই পৃথিবীটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। মায়েরা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভালোবাসতে থাকুন – এই কামনাই করি।

কলমে : আবদুল্লাহ আল শাহিদ খান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা