ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গড়মিল

  • প্রকাশঃ ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 29

 

গড়মিল

লজিক মেজিক কবু
ডুকে না গো মগজে।
পরীক্ষা আসিলে ভাবি
কি লিখিবো কাগজে,
mathematics ভ্যারিটিক্স,
মনটা যে শশাঙ্ক।
সবচেয়ে ভয়ানক বাড়িদির অংক।
হাত নারী চুল টানি চটপট করে যে,
মন হয় গরমিল হয়ে যায় সবই যে।
civics এ বড় পেচ politics এর ভাবনা
economics Dil Se with
লেনদেন পাওনা।
ঘরি চলে টিক টিকরাত বাজে একটা,
তবু কেন থেকে থেকে কি করে মনটা,
বাংলাতে আছে রস মধু মাখা গীতিকা।
কাশী পেলি দূর খুলি,
দেখি বেশ তারকা।
জি জি পুকা ডাগ চারে
রাতেরি আঁধারে,
জুনাকের দীপ জ্বলে
আজ কাহারে।
কাপ ছাড়া মন মরা
বিতিস নে ভরে মন
নিজেকে হারিয়ে ফেলি
ভাবি বশি অনুক্ষণ।

লেখা: হিমান পুরকায়স্থ

প্রাসঙ্গিক

শেয়ার করুন

গড়মিল

প্রকাশঃ ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

গড়মিল

লজিক মেজিক কবু
ডুকে না গো মগজে।
পরীক্ষা আসিলে ভাবি
কি লিখিবো কাগজে,
mathematics ভ্যারিটিক্স,
মনটা যে শশাঙ্ক।
সবচেয়ে ভয়ানক বাড়িদির অংক।
হাত নারী চুল টানি চটপট করে যে,
মন হয় গরমিল হয়ে যায় সবই যে।
civics এ বড় পেচ politics এর ভাবনা
economics Dil Se with
লেনদেন পাওনা।
ঘরি চলে টিক টিকরাত বাজে একটা,
তবু কেন থেকে থেকে কি করে মনটা,
বাংলাতে আছে রস মধু মাখা গীতিকা।
কাশী পেলি দূর খুলি,
দেখি বেশ তারকা।
জি জি পুকা ডাগ চারে
রাতেরি আঁধারে,
জুনাকের দীপ জ্বলে
আজ কাহারে।
কাপ ছাড়া মন মরা
বিতিস নে ভরে মন
নিজেকে হারিয়ে ফেলি
ভাবি বশি অনুক্ষণ।

লেখা: হিমান পুরকায়স্থ