অস্ট্রিয়া প্রবাসী সেফুদার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা মৃত্যুর গুজব: তিনি বললেন ২০ বছর ছোট হয়ে গেলাম

- প্রকাশঃ ১০:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 5
বাংলাদেশি বংশোদ্ভুত অস্ট্রিয়া প্রবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে নিজেই সেই গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ জুলাই) অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন সেফুদা।
লাইভে এসে সেফুদা বলেন, “আমাদের সকলের প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাঁটি অপূর্ব সুন্দর ইসলামিক ভাষা!”—বলে তিনি কৌতুকের ভঙ্গিতে গুজবকারীদের সমালোচনা করেন। তিনি আরও বলেন, “এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিছু ফেসবুক-ইউটিউবার টাকা কামানোর ধান্দায় নেমেছে। আমি এখনো সম্পূর্ণ সুস্থ আছি, বরং আগের চেয়ে ২০ বছর বয়স কমে গেছে!”
তিনি গুজব ছড়ানোর পেছনে ‘দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদর’দের দায়ী করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে। তার বাবা তিনটি বিয়ে করেন এবং সেফুদার ভাইবোন ১৫ জনেরও বেশি।
সেফুদার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম বলেন, “আজকে আমার সঙ্গে সরাসরি কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ইরানের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। সেফুদা ফোন দিয়ে বলেন যে, গুজব ছড়িয়েছে শুনেই যোগাযোগ করেছেন। পরে তারা কুশল বিনিময় করেন।”
উল্লেখ্য, বিভিন্ন সময় সাহসী মন্তব্য, অপ্রচলিত উপস্থাপনভঙ্গি ও লাইভে ব্যক্তিগত মতামতের জন্য আলোচিত এই প্রবাসী ব্যক্তি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন।