বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে-টু জয়ের পথে ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আকি রহমান

- প্রকাশঃ ১০:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 30
দুইবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী ব্রিটিশ বাংলাদেশি মুসলিম পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান এবার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু জয়ের পথে রয়েছেন। তবে অনুকূলে না থাকা আবহাওয়ার কারণে গত এক মাস ধরে তিনি কে-টুর ব্যাস ক্যাম্পে অবস্থান করছেন।
শনিবার মুঠোফোনে আকি রহমান বলেন, কে-টু জয়ের উদ্দেশ্যে লন্ডন থেকে ২৮ জুন যাত্রা শুরু করি। পরদিন পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দর পৌঁছে ১৬ জুলাই কে-টুর ১ নম্বর ক্যাম্পে যাই। এরপর ব্যাস ক্যাম্প ও অ্যাডভান্স ব্যাস ক্যাম্পে দুই দিন ওঠা-নামা করি। মূল ক্যাম্পে এসে অবস্থান করি।
তিনি জানান, ক্যাম্পে দুইদিন থাকার পর তুষারপাত শুরু হয়। এতে একজন মেক্সিকোর পর্বতারোহী গুরুতর আহত হন এবং পাকিস্তানের একজন গাইড নিহত হন। এখনও তুষারপাত চলায় গাইড তাঁকে যাত্রা করতে দিচ্ছেন না। আকি রহমান আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি অনুকূলে আসলে তিনি যাত্রা শুরু করবেন এবং সকলের দোয়া কামনা করেছেন যেন কে-টু জয় কোনো দুর্ঘটনা ছাড়াই সম্ভব হয়।
আকি রহমান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া—হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে। জন্মসূত্রে বাঙালি হলেও মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের ইংল্যান্ডে বসবাস শুরু করেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। স্ত্রী হেনা রহমানের সঙ্গে দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক।
আকি রহমানের পর্বত জয় ইতিহাসটি সমৃদ্ধ। ২০২০ সালের জুলাইয়ে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো জয় করেন। একই বছরের অক্টোবর মাসে রাশিয়ার মাউন্ট এলব্রসসহ ইউরোপের বিভিন্ন উচ্চ পর্বত জয়ের রেকর্ড করেন। ২০২১ সালে হিমালয়ের কঠিনতম পর্বত আমাদা ব্ল্যাম জয় করেন। ২০২২ সালের ১৩ মে প্রথমবার এবং ২০২৪ সালের ২২ মে দ্বিতীয়বার মাউন্ট এভারেস্ট জয় করে ব্রিটিশ মুসলিম হিসেবে ইতিহাস গড়েন।
যদি এ অভিযান সফল হয়, তবে আকি রহমান হবেন বিশ্বের ৫২তম ব্যক্তি এবং প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম, যিনি ১৪টি উচ্চ শৃঙ্গ জয় করেছেন।