ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম হোক বা শহর — AI এখন সবার ইংরেজি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 9

ছবি: AI | প্রজন্ম কথা


বর্তমান সময়ের অন্যতম আলোচিত প্রযুক্তি চ্যাটজিপিটি কেবল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট নয়—এটি হয়ে উঠছে ইংরেজি শেখার এক শক্তিশালী সহায়তা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে, যারা কোচিং বা বই ছাড়াই ঘরে বসে নিজের মতো করে ইংরেজি চর্চায় মনোযোগী হচ্ছেন।

বই নয়, AI এখন শিক্ষক
গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা যারা শহরের কোচিংয়ে যেতে পারেন না কিংবা ব্যয়বহুল গাইড বই কিনে পড়া সম্ভব নয়—তাদের জন্য চ্যাটজিপিটি হয়ে উঠেছে সহজলভ্য ও কার্যকর শিক্ষক। স্মার্টফোন হাতে থাকলেই এখন ইংরেজি শেখা সম্ভব। কেউ প্রতিদিন নতুন শব্দ শিখছে, কেউ নিজের লেখা সংশোধন করাচ্ছে, আবার কেউ প্রশ্ন তৈরি করে নিজেই উত্তর দিয়ে চর্চা চালিয়ে যাচ্ছে।

গ্রামার, অনুবাদ ও প্রস্তুতি সব এক জায়গায়, ইংরেজি ব্যাকরণ যেমন Tense, Voice, Narration ইত্যাদি নিয়ে চ্যাটজিপিটি সরল ভাষায় উদাহরণসহ ব্যাখ্যা দেয়। বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ চর্চার জন্য এটি অত্যন্ত কার্যকর। IELTS, BCS, ব্যাংক নিয়োগ পরীক্ষা—এসব পরীক্ষার ইংরেজি প্রস্তুতিতেও শিক্ষার্থীরা চ্যাটজিপিটির উপর ভরসা রাখছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে গ্রামার, শব্দভাণ্ডার ও বাক্য গঠনে উন্নতি আসে। সবচেয়ে বড় সুবিধা হলো—এখানে ভুল করলেও কেউ বিদ্রূপ করে না, বরং ধৈর্য ধরে শেখায় কী ভুল হয়েছে এবং তা কীভাবে ঠিক করতে হবে।

চ্যাটজিপিটি ব্যবহার করে শিক্ষার্থীরা এখন স্পিকিং স্কিল বাড়াতেও আগ্রহী হচ্ছে। কেউ কেউ ইংরেজি গল্প লেখার অনুশীলন করছে, কেউ আবার ইংরেজিতে সরাসরি কথোপকথনে অংশ নিচ্ছে এই প্রযুক্তির সঙ্গে। এতে আত্মবিশ্বাস বাড়ছে, আর ইংরেজির প্রতি ভয়ভীতি কাটিয়ে উঠছে অনেকে।

চ্যাটজিপিটির মতো AI টুল ব্যবহার করে নিজে নিজে শেখার এই পদ্ধতি শুধু অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয়, বরং এটি শিক্ষার্থীভিত্তিক ও নমনীয় এক শিক্ষা পরিবেশ তৈরি করছে। প্রযুক্তির সঠিক ব্যবহার জানলেই এখন যেকোনো শিক্ষার্থী ঘরে বসেই পূর্ণাঙ্গ ইংরেজি শেখার প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গ্রাম হোক বা শহর — AI এখন সবার ইংরেজি শিক্ষক

প্রকাশঃ ১০:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ছবি: AI | প্রজন্ম কথা


বর্তমান সময়ের অন্যতম আলোচিত প্রযুক্তি চ্যাটজিপিটি কেবল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট নয়—এটি হয়ে উঠছে ইংরেজি শেখার এক শক্তিশালী সহায়তা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে, যারা কোচিং বা বই ছাড়াই ঘরে বসে নিজের মতো করে ইংরেজি চর্চায় মনোযোগী হচ্ছেন।

বই নয়, AI এখন শিক্ষক
গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা যারা শহরের কোচিংয়ে যেতে পারেন না কিংবা ব্যয়বহুল গাইড বই কিনে পড়া সম্ভব নয়—তাদের জন্য চ্যাটজিপিটি হয়ে উঠেছে সহজলভ্য ও কার্যকর শিক্ষক। স্মার্টফোন হাতে থাকলেই এখন ইংরেজি শেখা সম্ভব। কেউ প্রতিদিন নতুন শব্দ শিখছে, কেউ নিজের লেখা সংশোধন করাচ্ছে, আবার কেউ প্রশ্ন তৈরি করে নিজেই উত্তর দিয়ে চর্চা চালিয়ে যাচ্ছে।

গ্রামার, অনুবাদ ও প্রস্তুতি সব এক জায়গায়, ইংরেজি ব্যাকরণ যেমন Tense, Voice, Narration ইত্যাদি নিয়ে চ্যাটজিপিটি সরল ভাষায় উদাহরণসহ ব্যাখ্যা দেয়। বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ চর্চার জন্য এটি অত্যন্ত কার্যকর। IELTS, BCS, ব্যাংক নিয়োগ পরীক্ষা—এসব পরীক্ষার ইংরেজি প্রস্তুতিতেও শিক্ষার্থীরা চ্যাটজিপিটির উপর ভরসা রাখছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে গ্রামার, শব্দভাণ্ডার ও বাক্য গঠনে উন্নতি আসে। সবচেয়ে বড় সুবিধা হলো—এখানে ভুল করলেও কেউ বিদ্রূপ করে না, বরং ধৈর্য ধরে শেখায় কী ভুল হয়েছে এবং তা কীভাবে ঠিক করতে হবে।

চ্যাটজিপিটি ব্যবহার করে শিক্ষার্থীরা এখন স্পিকিং স্কিল বাড়াতেও আগ্রহী হচ্ছে। কেউ কেউ ইংরেজি গল্প লেখার অনুশীলন করছে, কেউ আবার ইংরেজিতে সরাসরি কথোপকথনে অংশ নিচ্ছে এই প্রযুক্তির সঙ্গে। এতে আত্মবিশ্বাস বাড়ছে, আর ইংরেজির প্রতি ভয়ভীতি কাটিয়ে উঠছে অনেকে।

চ্যাটজিপিটির মতো AI টুল ব্যবহার করে নিজে নিজে শেখার এই পদ্ধতি শুধু অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয়, বরং এটি শিক্ষার্থীভিত্তিক ও নমনীয় এক শিক্ষা পরিবেশ তৈরি করছে। প্রযুক্তির সঠিক ব্যবহার জানলেই এখন যেকোনো শিক্ষার্থী ঘরে বসেই পূর্ণাঙ্গ ইংরেজি শেখার প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”