ভারতের ১২% স্টিল আমদানি শুল্ক: চীনা স্টিলের ওপর কড়া বার্তা, BRICS-এ উত্তেজনা

- প্রকাশঃ ০৪:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 22
২১ এপ্রিল ২০২৫ তারিখে ভারত সরকার ১২% আমদানি শুল্ক আরোপ করেছে স্টিলের ওপর, যা মূলত চীনের সস্তা স্টিল আমদানিকে টার্গেট করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ৯.৫ মিলিয়ন মেট্রিক টন ‘ফিনিশড’ স্টিল আমদানি করেছে, যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ। এই আমদানির ৭৮% এসেছিল চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে।
এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মেক ইন ইন্ডিয়া” নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার উদ্দেশ্য দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ‘ক্রুড স্টিল’ উৎপাদক হওয়া সত্ত্বেও ভারত টানা দুই বছর নেট স্টিল আমদানিকারক হিসেবে অবস্থান করেছে।
তবে এই পদক্ষেপ BRICS জোটের ঐক্যে চিড় ধরিয়েছে। ভারত ও চীন—উভয়ই এই জোটের সদস্য হলেও অর্থনৈতিক উত্তেজনা বেড়েছে। ২০২৪ সালে কাউন্সিল অন ফরেন রিলেশনস (CFR) উল্লেখ করেছে, পশ্চিমা প্রভাব মোকাবিলায় BRICS গঠিত হলেও অভ্যন্তরীণ বিভাজন জোটের ভবিষ্যতকে প্রশ্নবিদ্ধ করছে।